এসএসসি পরীক্ষা: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

উপন্যাস: কাকতাড়ুয়া

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ফতেহ আলী এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি পাকিস্তানি ক্যাম্পে নিয়মিত আসা-যাওয়া করতেন। স্বাধীনতার পক্ষে যারা কাজ করে তাদের কীভাবে নির্মূল করা যায়, সে অনুযায়ী তিনি বিভিন্ন পরিকল্পনা করে পািকস্তানি সেনাদের জানাতেন। তার বাড়ি থেকে ছাগল, মুরগির গোশত ক্যাম্পে পাঠানো হতো।

৪৬. উদ্দীপকের ফতেহ আলীর সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

ক. কুদ্দুস

খ. রাশেদুর

গ. আহাদ মুন্সি

ঘ. ফজুমিয়া

৪৭. উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো—

i. স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড

ii. হানাদারদের সহায়তাকারী বাঙালিদের অবস্থা

iii. দেশদ্রোহী আচরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. উদ্দীপকের সঙ্গে উপন্যাসের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো—

i. দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয়

ii. মুক্তিযোদ্ধাদের অবদান

iii. পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

কাকতাড়ুয়া: ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ক