ঐকতান
১. ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. ছন্দবৃত্ত ঘ. পদ্য
২. মান্নান সাহেব গ্রামের মানুষের সঙ্গে মিশতে না পারার প্রসঙ্গটি ‘ঐকতান’-এর কোন পঙ্ক্তিটিতে স্থান পেয়েছে?
ক. ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে
খ. মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ
গ. তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
ঘ. কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা
৩. ‘সংকীর্ণ বাতায়ন’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. ছোট পরিসরের জানালা
খ. জানার সীমাবদ্ধতা
গ. পরিপার্শ্বের প্রতি অবজ্ঞা
ঘ. জনবিচ্ছিন্নতা
৪. ‘এসো কবি, অখ্যাতজনের’ এই ‘অখ্যাতজন’ কাদের বলা হয়েছে?
ক. নিচু শ্রেণির মানুষ
খ. নিম্নবর্ণের হিন্দুরা
গ. শ্রমজীবী মানুষ
ঘ. সাধারণ খেটে খাওয়া মানুষ
৫. ‘ঐকতান’ শব্দের অর্থ কী?
ক. একতারা খ. সম্মিলিত সুর
গ. বিচ্ছিন্ন সুর ঘ. সুরের ধারা
৬. ‘ঐকতান’ কবিতায় কবি কোন দীনতার কথা বলেছেন?
ক. অর্থ সম্পদের খ. মান-সম্মানের
গ. অভিজ্ঞতার ঘ. জ্ঞানের
৭. ‘ঐকতান’ কবিতায় কবি দীনতা কি দিয়ে পূরণ করতে চান?
ক. নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে
খ. নানা দেশ থেকে জ্ঞান আহরণ করে
গ. নানা লাইব্রেরি ঘুরে ঘুরে
ঘ. নানা জাতি গোষ্ঠী থেকে জ্ঞান আহরণ করে
৮. কবি নিজেকে কোথাকার কবি বলে পরিচয় দিয়েছেন?
ক. মানুষের কবি
খ. বাংলাদেশের কবি
গ. পৃথিবীর কবি
ঘ. বিশ্ব চরাচরের কবি
৯. ‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি’ এ বাক্যে কতটুকু জানি বলতে কী বুঝিয়েছেন?
ক. জ্ঞানের সীমাবদ্ধতা
খ. জানার সীমাবদ্ধতা
গ. অভিজ্ঞতার সীমাবদ্ধতা
ঘ. অনুশীলনের সীমাবদ্ধতা
১০. ‘যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াইয়া আনি’ এ বাক্যে চিত্রময়ী বাণী দিয়ে কবি কী করবেন?
ক. সাহিত্যকে সমৃদ্ধ করবেন
খ. কবিতাকে সমৃদ্ধ করবেন
গ. কাব্যকে সমৃদ্ধ করবেন
ঘ. গল্পকে সমৃদ্ধ করবেন
১১. বিপুলা শব্দের অর্থ কী?
ক. উপহাস খ. ঘৃণা
গ. দুর্গতি ঘ. বিশাল প্রান্তর
সঠিক উত্তর
ঐকতান: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ