default-image

অপরিচিতা

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কে তুমি সেজেছো নারী

চিনেও চিনিতে নারি

উদার লাবণ্য তব

রহিয়াছে ভরিয়া ভব. . . তুমিই বিশ্বের জ্যোতি।

২৯. উদ্দীপকের কবির বর্ণনায় তোমার পঠিত কোন চরিত্রের ভাবগত সাদৃশ্য পাওয়া যায়?

ক. অনুপম খ. হরিশ

গ. বিনু ঘ. শম্ভুনাথ

৩০. সাদৃশ্য পাওয়া যায় উভয়ের মধ্যে যে বিষয়ে—

i. রোমান্টিক চেতনায়

ii. ব্যক্তিগত অপূর্ণতায়

iii. উচ্চাকাঙ্ক্ষায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন?

ক. মেমসাহেব দেখে

খ. কল্যাণীকে দেখে

গ. সৌন্দর্য দেখে

ঘ. অনুপমের রূপে

৩২. রেলওয়ে কর্মচারী কেন ইংরেজ স্টেশনমাস্টারকে ডেকে আনল?

ক. কামরা দেখতে খ. টিকিট কাটাতে

গ. মেয়েটির চঞ্চলতায়

ঘ. ভয় দেখাতে

৩৩. ‘বিপাশা তার পিতার একমাত্র মেয়ে বলে বড় আদরের মেয়ে’ বিপাশার সাথে সাদৃশ্য রয়েছে কার?

ক. আহ্লাদির খ. কল্যাণীর

গ. মাতিলদার ঘ. দিগম্বরীর

৩৪. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী কোন ভাষায় বলল যে ‘আমরা গাড়ি ছাড়িব না’?

ক. বাংলা খ. ইংরেজি

গ. হিন্দি ঘ. আরবি

৩৫. ‘অপরিচিতা’ গল্পে ধনীর কন্যা কার পছন্দ নয়?

ক. মামা খ. অনুপম

গ. হরিশ ঘ. বিনু

৩৬. ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে’—বাক্যটিতে কী প্রকাশিত হয়েছে?

ক. শম্ভুনাথের আর্থিক অবস্থা

খ. কল্যাণীর রূপ

গ. দেনা-পাওনার পরিমাণ

ঘ. স্বর্ণের গুণাগুণের অবস্থা

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ মূলত কী জাতীয় রচনা?

ক. গবেষণামূলক খ. উদ্দেশ্যমূলক

গ. নকশাজাতীয় ঘ. শিক্ষামূলক

সঠিক উত্তর

অপরিচিতা: ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন