default-image

আমার পথ

১৯. ‘আমার পথ’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?

ক. মানবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস

খ. ধর্মীয় বিশ্বাস সৃষ্টি

গ. ডোন্ট কেয়ার ভাব

ঘ. দাম্ভিক মনোভাব

বিজ্ঞাপন

২০. বাইরের ভয় নজরুলকে আক্রমণ না করতে পারার কারণ—

i. নজরুল নিজের সত্যকে চেনেন

ii. অন্তরে মিথ্যার ভয় না থাকা

iii. অন্যের সত্যকে অনুধাবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন?

ক. ১৯১৫ সালে খ. ১৯১৬ সালে

গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে

২২. কাজী নজরুল ইসলামকে পথ দেখাবে নিচের কোনটি?

ক. সত্য খ. জ্ঞান

গ. শিক্ষা ঘ. সচেতনতা

সঠিক উত্তর

আমার পথ: ১৯. ক ২০. ক ২১. গ ২২. ক

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন