তাহারেই পড়ে মনে
১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাছে কবিভক্ত কী অনুরোধ করছে?
ক. বসন্তকে উপেক্ষা না করতে
খ. শীতের রিক্ততাকে ভুলে যেতে
গ. দোলায় দুলতে
ঘ. বসন্ত উত্সবে মেতে উঠতে
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার প্রতি অপ্রসন্ন?
ক. ভক্তের প্রতি
খ. স্বজনের প্রতি
গ. কাব্যসাধনার প্রতি
ঘ. ঋতুরাজের প্রতি
৩. ‘মাঘের সন্ন্যাসী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. মাঘ মাসকে
খ. শীতকালকে
গ. একটি হৃদয়কে
ঘ. বসন্তকালকে
৪. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’—কে স্নিগ্ধ আঁখি তুলল?
ক. কবিভক্ত খ. কবি
গ. কবির স্বামী ঘ. বসন্ত ঋতু
৫. শীতকে ‘মাঘের সন্ন্যাসী’ বলা হয়েছে কেন?
ক. সন্ন্যাসীরা শীতের মতো সর্বত্যাগী হয় বলে
খ. শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে
গ. শীতকালে সন্ন্যাসযাত্রা ভালো হয় বলে
ঘ. সন্ন্যাসীরা শীতকে ভালোবাসে বলে
৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতি ও মানব মনের সম্পর্ক
খ. মানব হৃদয়ের প্রেমের সম্পর্ক
গ. স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক
ঘ. প্রকৃতি ও ঋতুরাজের সম্পর্ক
নিচের অংশটি পড়ে উত্তর দাও।
অ্যালবাম খুলতে ইচ্ছে করে না এখন আর। অথচ এই অ্যালবামের ছবিই ছিল একসময় আমার অবসরের সঙ্গী। এখন সেগুলো আনন্দ নয়, বরং বেদনাই জাগায়।
৭. উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শোকের প্রকৃতি কেমন?
ক. গভীর বেদনাবোধ
খ. স্মৃতিকাতরতা
গ. হারানোর ব্যথা
ঘ. প্রিয় বিরহ
৮. একসময়ের আনন্দ বর্তমানে বেদনায় রূপ নেওয়ার কারণ?
i. প্রিয়জন কাছে নেই বলে
ii. পরিবারের বিপর্যয় এসেছে বলে
iii. প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’ কবি কেন নীরব?
ক. শীতের সৌন্দর্য ভুলতে পারে না বলে
খ. শীতের রিক্ততা ভুলতে পারে না বলে
গ. মাধবীর গন্ধ ভুলতে পারে না বলে
ঘ. দখিনা সমীর ভুলতে পারে না বলে
১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন মাসের উল্লেখ আছে?
ক. অগ্রহায়ণ ও পৌষ
খ. পৌষ ও মাঘ
গ. মাঘ ও ফাল্গুন
ঘ. ফাল্গুন ও চৈত্র
১১. ‘আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবসও দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস’—উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে—
i. প্রিয়জনের স্মৃতিতে অন্তর্লীন থাকা
ii. বসন্ত-বন্দনা করার আকুলতা
iii. শীত ঋতুর প্রতি গভীর অনুরাগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে?
ক. কবিকে খ. প্রিয়জনকে
গ. ফাগুনকে ঘ. প্রকৃতিকে
সঠিক উত্তর
তাহারেই পড়ে মনে: ১. ঘ ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ