default-image

কপোতাক্ষ নদ

১. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

ক. চতুর্দশপদী কবিতা

খ. অমিত্রাক্ষর ছন্দ

গ. একেই কি বলে সভ্যতা

ঘ. মেঘনাদবধ কাব্য

২. ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোন দেশে ছিলেন?

ক. ফ্রান্সে খ. ইংল্যান্ডে

গ. ইতালিতে ঘ. আমেরিকায়

৩. মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. যশোর খ. খুলনা

গ. মাগুরা ঘ. কুষ্টিয়া

৪. ‘দুগ্ধ স্রোতরূপী’ কাকে বলা হয়েছে?

ক. বঙ্গদেশকে খ. কপোতাক্ষকে

গ. বঙ্গজনকে ঘ. সাগরদাঁড়িকে

বিজ্ঞাপন

৫. কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?

ক. নিশার স্বপন খ. মায়া-মন্ত্রধ্বনি

গ. স্নেহের তৃষ্ণা

ঘ. কপোতাক্ষের কলকল

৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সঙ্গে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?

ক. তব কলকলে খ. কার জলে

গ. স্বপনে ঘ. ছলনে

৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?

ক. ভ্রান্ত আবেগ খ. নদীর প্রতি মমতা

গ. দেশপ্রেম ঘ. স্মৃতিকাতরতা

৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?

ক. কপোতাক্ষকে খ. সাগরদাঁড়িকে

গ. বাংলাদেশকে ঘ. বাঙালিদের

সঠিক উত্তর

কপোতাক্ষ নদ: ১. ঘ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ

৬. ক ৭. ঘ ৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মন্তব্য করুন