বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

সিরাজউদ্দৌলা

১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কয়টি অঙ্ক রয়েছে?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

২. মনীষী এরিস্টটল নাটকেকয়টি ঐক্যের কথা বলেছেন?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৩. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’— উক্তিটি কার?

ক. মিরজাফর খ. জগৎশেঠ

গ. রায়দুর্লভ ঘ. উমিচাঁদ

৪. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’— উমিচাঁদের এ উক্তিতে প্রকাশ পেয়েছে।

ক. হাস্যরস খ. রঙ্গরস

গ. বিদ্রূপ ঘ. গ্লানি

৫. নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল?

ক. ক্লাইভ খ. হলওয়েল

গ. ড্রেক ঘ. ওয়াটস

৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা? —সংলাপটি কার?

ক. হলওয়েল খ. ওয়ালি খান

গ. ক্লেটন ঘ. সিরাজ

৭. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ বাক্যটির মর্মার্থ কী?

ক. বেশি স্পর্ধা খ. ওজনহীন কথা

গ. গুরুত্বহীন কথা ঘ. অনর্থক কথা

৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?

ক. মীরজাফর খ. মানিকচাঁদ

গ. ঘসেটি বেগম ঘ. শওকত জঙ্গ

৯. ‘সিরাজের পতন কে না চায়?’—সংলাপটি কার?

ক. রায় দুর্লভ খ. মীরজাফর

গ. উমিচাঁদ ঘ. ঘসেটি বেগম

১০. ‘তুমি কম সাপিনী নও’—ঘসেটি বেগমের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. হিংসা খ. ঘৃণা

গ. বিদ্রোহ ঘ. প্রতিরোধ

১১. ‘অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে।’—‘সিরাজউদ্দৌলা’ নাটকে সংলাপটি কার?

ক. ঘসেটি বেগম খ. উমিচাঁদ

গ. মার্টিন ঘ. সিরাজ

১২. নবাব সিরজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?

ক. মানিকচাঁদকে খ. উমিচাঁদকে

গ. জগৎশেঠকে ঘ. রায়দুর্লভকে

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল