বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

মমতাদি

১. ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর উল্লেখ আছে?

ক. গ্রীষ্ম খ. বর্ষা

গ. শীত ঘ. বসন্ত

২. ‘মমতাদি’ গল্পটি দিনের কোন সময়ে শুরু হয়েছে?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকেলে ঘ. সন্ধ্যায়

৩. মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছেন?

ক. মন খ. বিশ্ব

গ. স্বপ্ন ঘ. সংকোচ

৪. কত দিন হয় মমতাদির স্বামীর চাকরি নেই?

ক. ২০ দিন খ. ২ মাস

গ. ৩ মাস ঘ. ৪ মাস

৫. মমতাদি কেন বাইরে এসেছেন?

ক. বাজারের জন্য

খ. উপার্জনের জন্য

গ. ঝগড়া করার জন্য

ঘ. বই কেনার জন্য

৬. মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?

ক. আন্দাজে পরা টিপের মতো খ. চাঁদের মতো

গ. তারার মতো

ঘ. পাখির মতো

৭. ‘মমতাদি’ গল্পে কার মুখ চমকে লাল হলো?

ক. খোকার খ. মমতাদির

গ. মায়ের ঘ. প্রতিবেশীর

৮. লেখকের মা মমতাদির সঙ্গে কেমন স্বরে কথা বললেন?

ক. উচ্চ স্বরে খ. কঠিন স্বরে

গ. কোমল স্বরে ঘ. অস্পষ্ট স্বরে

৯. মমতাদির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কেমন ছিল?

ক. নীরব খ. সরব

গ. উষ্ণ ঘ. শীতল

১০. ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়াও করল?

ক. বারান্দায় খ. ঘরের ভেতর

গ. গেটের কাছে ঘ. ছাদের ওপর

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে না পেয়ে সখিনা বেগম অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হয়। বেগম রাশেদার বাড়িতে গিয়ে বলে, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন যাবৎ না খেয়ে আছি’। রাশেদার দয়া হলো এবং ঘরের ধোয়ামোছা ও গৃহস্থালির কাজ দিলেন।

১১. উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. মমতাদি খ. দেনাপাওনা গ. অভাগীর স্বর্গ ঘ. নিমগাছ

১২. সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—

i. দুজনই দারিদ্রের শিকার

ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন

iii. উভয়েই বিধবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. ছেলেটি মমতাদিকে কী দেখাতে নিয়ে যেতে চেয়েছিল?

ক. বারান্দা খ. রান্নাঘর

গ. ছাদ ঘ. বাড়ির আঙিনা

সঠিক উত্তর

মমতাদি: ১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ