বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

মানবধর্ম

৪৮. মানবধর্ম কবিতার মূল বিষয়বস্তু কী?

ক. সমাজের কল্যাণসাধন করা

খ. সমাজে জাতিভেদহীন মনুষ্যধর্ম

প্রতিষ্ঠা করা

গ. মানুষের ধর্মভেদ দেখানো

ঘ. মানুষের সম্প্রদায়গত বিভাজন দেখানো

৪৯. মানবধর্ম কবিতায় ‘গঙ্গাজল’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. একটি গঙ্গাকে বিশেষ অর্থে দেখানো হয়েছে

খ. গঙ্গা হতে উৎসারিত জলের কথা বলা হয়েছে

গ. গঙ্গাকে পবিত্রতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে

ঘ. গঙ্গাকে আশীর্বাদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে

৫০. ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ এখানে ‘লালন’ বলতে কাকে নির্দেশ করা হয়েছে?

ক. বাউল লালনকে

খ. মানুষ লালনকে

গ. কবি লালনকে

ঘ. গায়ক লালনকে

৫১. ‘মানবধর্ম’ কবিতায় কবি লালন শাহ নিজেকে প্রশ্ন করার মাধ্যমে যে বিষয়টি প্রকাশ করেছেন—

i. মানবধর্ম

ii. মিথ্যা গর্ব থেকে বিরত থাকা

iii. ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. মানবধর্ম কবিতাটির চরণ সংখ্যা কত?

ক. দশটি খ. বারোটি

গ. চৌদ্দটি ঘ. পনেরোটি

৫৩. ‘সবলোকে কয় লালন.....’ এটি কী?

ক. গান খ. কবিতা

গ. ছড়া ঘ. পদ্য

বঙ্গভূমির প্রতি

১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. জসীমউদ্দীন

২. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে

জন্মগ্রহণ করেন?

ক. ১৮২৩ খ. ১৮২৪

গ. ১৮২৫ ঘ. ১৮২৬

৩. মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়?

ক. সাতক্ষীরা খ. যশোর

গ. খুলনা ঘ. বরিশাল

৪. মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে?

ক. আগরদাঁড়ি খ. মণিরামপুর

গ. সাগরদাঁড়ি ঘ. শার্শা

সঠিক উত্তর

মানবধর্ম: ৪৮. খ ৪৯. গ ৫০. খ ৫১. ঘ ৫২. গ ৫৩. খ

বঙ্গভূমির প্রতি: ১. ক ২. খ ৩. খ ৪. গ