একাত্তরের দিনগুলি
১. ‘একাত্তরের দিনগুলি’ কে রচনা করেছেন?
ক. জাহানারা ইমাম
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় এ দেশের মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা। এক অঞ্চলের মানুষ ছুটে চলে অন্য অঞ্চলে।
২. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি?
ক. একাত্তরের দিনগুলি
খ. বাঙলা শব্দ
গ. শিক্ষা ও মনুষ্যত্ব
ঘ. বই পড়া
৩. উদ্দীপকের এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যাওয়ার কারণ হলো—
i. নিরাপত্তা পাবার আশায়
ii. প্রাণ বাঁচানোর প্রয়োজনে
iii. পাকিস্তানি বাহিনীর কবল থেকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ‘মুষলধারে’ কথাটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. ঝড়-বৃষ্টি হলে
খ. শিলা-বৃষ্টি হলে
গ. একাধারে বৃষ্টি হলে
ঘ. টাপুর-টুপুর বৃষ্টি হলে
৫. হানাদারদের হাত হতে বাঁচার জন্য অনিক নানাবাড়ি চলে গেছে। এখানে অনিকের নানাবাড়ি চলে যাওয়ার বিষয়টির সঙ্গে ‘একাত্তরের দিনগুলি’ রচনার আলোকে রচনার কোনটি সাদৃশ্যপূর্ণ?
ক. মৃত্যুর ভয়
খ. রাজাকারদের ভয়
গ. মুক্তিবাহিনীর ভয়
ঘ. গ্রামবাসীর ভয়
৬. ‘পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ।’ বাক্যটিতে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে ওঠে?
ক. পাকিস্তানিদের ভালোবাসা
খ. পাকিস্তানিদের নিষ্ঠুরতা গ. মুক্তিযোদ্ধাদের ভালোবাসা
ঘ. মুক্তিযোদ্ধাদের নিষ্ঠুরতা
৭. ‘এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে’—বাড়ি ছাড়ার কারণ?
i. যুদ্ধের কবল থেকে রেহাই পেতে
ii. নিরাপদে থাকার জন্য
iii. প্রাণের ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. জাহানারা ইমাম তাঁর শ্বশুরের জন্য বাড়ি ছাড়তে পারছিলেন না। কেননা তাঁর শ্বশুর ছিলেন—
i. মুমূর্ষু
ii. অন্ধ
iii. বুড়ো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
একাত্তরের দিনগুলি: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল