এসএসসি পরীক্ষা–২০২১: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

একাত্তরের দিনগুলি

৯. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার বাগানে কোন ধরনের গোলাপ রয়েছে?

ক. হাই-ব্রিড টি-রোজ

খ. লাল গোলাপ

গ. কালো গোলাপ ঘ. সাদা গোলাপ

১০. কয় মাস পর জাহানারা ইমাম তাঁর বাগানে যত্ন করতে গেলেন?

ক. এক মাস খ. দুই মাস

গ. তিন মাস ঘ. চার মাস

১১. বাগানে কাজ করতে জাহানারা ইমাম কী নিয়ে গেলেন?

ক. দা খ. কোদাল

গ. কাস্তে ঘ. খুরপি

১২. ‘পিস’ বা ‘শান্তি’ নামের গোলাপের রং কেমন?

ক. মাখনের মতো

খ. কাঁচা হলুদের মতো

গ. দুধের মতো

ঘ. কাঁচা মরিচের মতো

১৩. জাহানারা ইমামের কাছে বাগান করা কিসের মতো মনে হয়?

ক. ঝামেলা খ. বিশৃঙ্খলা

গ. মোহের মতো ঘ. নেশার মতো

১৪. ‘শুভর শখ হলো বাগান করা’ -শুভর সঙ্গে মিল রয়েছে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রটির?

ক. জামীর খ. করিমের

গ. লেখিকার ঘ. রুমীর

সঠিক উত্তর

একাত্তরের দিনগুলি: ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. গ