সাহিত্যের রূপ ও রীতি
১. সাহিত্যের শাখাগুলো কীভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলা হয়?
ক. সাহিত্যের রূপ
খ. সাহিত্যের রীতি
গ. সাহিত্যের পরিধি
ঘ. সাহিত্যের প্রকারভেদ
২. সাহিত্য বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, নাটক ইত্যাদিকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণ কী?
ক. হৃদয়ঙ্গম করা
খ. পরিধি সম্পর্কে জানা
গ. সাহিত্যের রূপ জানা
ঘ. সাহিত্যের রীতি জানা
৩. ছন্দবদ্ধ ভাষায় রচিত সাহিত্যকে কী বলা হয়?
ক. গল্প খ. কবিতা
গ. নাটক ঘ. উপন্যাস
৪. সাধারণত কবিতার ভাষা কী ধরনের হয়ে থাকে?
ক. কঠিন খ. দুর্বোধ্য
গ. ছন্দহীন ঘ. ছন্দবদ্ধ
৫. সংস্কৃত আলংকারিকগণ নাট্যসাহিত্যকে কোন সাহিত্যের মধ্যে গণ্য করেছেন?
ক. প্রবন্ধ সাহিত্য খ. কাব্য সাহিত্য
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
৬. সাহিত্যের রীতি হলো সাহিত্য নির্মাণকৌশল সম্পর্কিত—
i. আলোচনা
ii. সমালোচনা
iii. পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii. খ. i ও iii
গ. ii ও iii. ঘ. i, ii ও iii
৭. সাহিত্যের শাখার অন্তর্গত—
i. গল্প
ii. কবিতা
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. নাটক প্রধানত কোন ধরনের কাব্য?
ক. দৃশ্যকাব্য খ. শ্রব্যকাব্য
গ. কাহিনি কাব্য ঘ. কাব্যনাট্য
৯. নাটক কয় অঙ্কে বিভক্ত থাকে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১০. কাহিনির বিষয়বস্তু ও পরিণতির দিক বিচারে নাটক কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১১. ট্র্যাজেডি নাটকের কয়টি অংশ ক্রিয়াশীল থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১২. কী কারণে নাটক রচনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. নাটক রচিত না হলে
খ. নাটক দর্শককে দর্শন করানো সম্ভব না হলে
গ. নাটক অভিনীত না হলে
ঘ. নাটক পঠিত না হলে
১৩. কোন নাটক দর্শক হৃদয়ে করুণ রসের আনন্দ সৃষ্টি করে?
ক. ট্র্যাজেডি খ. কমেডি
গ. সামাজিক নাটক ঘ. প্রহসন
সঠিক উত্তর
সাহিত্যের রূপ ও রীতি: ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ক