এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

লালসালু

২৩. ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

ক. মজিদ খ. মোদাচ্ছের পীর

গ. তাহের ঘ. খালেক ব্যাপারী

২৪. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র প্রথম উপন্যাস কোনটি?

ক. চাঁদের অমাবস্যা

খ. লালসালু

গ. কাঁদো নদী কাঁদো

ঘ. পদ্মা–মেঘনা–যমুনা

২৫. ‘লালসালু’ উপন্যাসের পটভূমি কী?

ক. রাজনীতি খ. ধর্মনীতি

গ. উদ্বাস্তু সমাজ ঘ. গ্রামীণ সমাজ

২৬. ‘তাই তারা ছোটে, ছোটে’— কেন ছোটে?

ক. জীবিকার সন্ধানে

খ. মাছ ধরার জন্য

গ. লেখাপড়া করার জন্য

ঘ. পীরের কাছে যাওয়ার জন্য

২৭. ‘লালসালু’ উপন্যাসে কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়?

ক. মজিদ খ. জামিলা

গ. আক্কাস ঘ. মোদাব্বের

২৮. কোন সড়কের ওপর এক অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

ক. মতিগঞ্জ সড়ক

খ. মহব্বতনগর সড়ক

গ. মধুপুর সড়ক

ঘ. পাহাড়গামী সড়ক

২৯. ‘তা এই মতলব হইল কেন?’—বদ মতলবটা কী?

ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা

খ. মাজার উচ্ছেদের প্রচেষ্টা

গ. মসজিদ উচ্ছেদের প্রচেষ্টা

ঘ. রাস্তাঘাট বানানোর প্রচেষ্টা

৩০. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?

ক. জমিলা খ. রহিমা

গ. হাসুনির মা ঘ. আমেনা

৩১. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?’—উক্তিটি কার?

ক. আমেনা বিবির খ. জমিলার

গ. রহিমার ঘ. হাসুনির মার

৩২. আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ

দেন কে?

ক. তানু বিবি খ. ধলা মিয়া

গ. মজিদ ঘ. চেয়ারম্যান

৩৩. মজিদ খালেক ব্যাপারীকে কী পরামর্শ দেয়?

ক. আমেনাকে তালাক দেওয়ার

খ. মাজার ভেঙে ফেলার

গ. মক্তব পাকা দালান করার

ঘ. মসজিদ নির্মাণ করার

সঠিক উত্তর

লালসালু: ২৩. ক ২৪.খ ২৫. ঘ ২৬. ক

২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল