*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পড়ে পাওয়া’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
পড়ে পাওয়া
১. ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষার্থীর মধ্যে কোন চেতনার সৃষ্টি করে?
ক. রাজনৈতিক খ. দেশাত্মবোধক
গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক
২. ‘শীতে কেঁপে মরছি’—কার উক্তি?
ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর
৩. কারা হঠাত্ ধার্মিক হয়ে উঠল?
ক. লেখক ও বাদল খ. বাদল ও বিধু
গ. নিধু ও সিধু ঘ. বিধু ও লেখক
৪. গুপ্ত মিটিং কোথায় বসল?
ক. ভাঙা নাটমন্দিরের কোণে
খ. তেঁতুলগাছের তলায়
গ. চণ্ডীমণ্ডলের সামনে
ঘ. বিচালিগাদার কোণে
৫. কার নির্দেশমতো মিটিং বসেছিল?
ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর
৬. কার হাতের লেখা ভালো?
ক. বিধুর খ. নিধুর গ. বাদলের ঘ. তিনুর
৭. কয়খানা কাগজ লেখা হয়েছিল?
ক. একখানা খ. দুইখানা
গ. তিনখানা ঘ. চারখানা
৮. ‘আড়ি’ শব্দের অর্থ কী?
ক. অলংকার খ. ধান মাপার ঝুড়ি
গ. মাছ ধরার যন্ত্র ঘ. পানি সেচের যন্ত্র
৯. ‘সংশয়’ শব্দের অর্থ কী?
ক. বিব্রত খ. লজ্জিত গ. সন্দেহ ঘ. দ্বিধান্বিত
১০. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—
i. ঐক্য চেতনায়
ii. উন্নত মানবিক বোধের প্রকাশে
iii. টিনটি ফিরিয়ে দেওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সৈয়দ ওয়ালীউল্লাহর গল্প ‘একটি তুলসীগাছের কাহিনি’তে দেখা যায় দেশভঙ্গের হুজুগে কিছু লোক পরিত্যক্ত একটি বাড়ির তালা ভেঙে রই রই আওয়াজ তুলে বাড়িতে ঢোকে। লেখক একে বৈশাখ মাসের আম কুড়ানোর মতো বলেন। তাই এই তালা ভেঙে ঘরে ঢোকাকে লেখকের দিনদুপুরে ডাকাতি বলে মনে হয় না।
১১. উদ্দীপকটির সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো—
i. আম কুড়ানো
ii. হইচই
iii. অন্যের জিনিসের প্রতি আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ. i ও ii ঘ i, ii ও iii
১২. ‘পড়ে পাওয়া’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা জানবে—
i. নির্লোভ মানসিকতা সম্পর্কে
ii. গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনাচরণ সম্পর্কে
iii. দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৩. গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক. ভালোবাসার খ. উপহাসের
গ. ঘৃণাবোধের ঘ. নিষ্ঠুরতার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পড়ে পাওয়া
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা