বাংলা ১ম পত্র

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বায়ান্নর দিনগুলি
১৭। শেখ মুজিবুর রহমান কোন ধরনের হরতাল পালনের আহ্বান জানিয়েছিলেন?
ক. সর্বাত্মক হরতাল খ. শান্তিপূর্ণ হরতাল
গ. সহিংস হরতাল ঘ. তীব্র প্রতিবাদমূলক হরতাল
১৮। ‘বায়ান্নর দিনগুলি’ প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে—
i. অধিকার-সচেতন করা
ii. শেখ মুজিব সম্পর্কে জানানো
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। ফরিদপুরের কারাগারে শোভাযাত্রীরা কেন হর্ন দিয়ে স্লোগান দিয়েছিল?
ক. বন্দীদের শোনানোর জন্য
খ. বন্দীদের সহানুভূতির জন্য
গ. বন্দীদের অনুপ্রাণিত করার জন্য
ঘ. বন্দীদের জাগ্রত করার জন্য

মাসি-পিসি
১। ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক হলো—
i. দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি
ii. প্রকৃতির প্রতি নিবিড়তা
iii. মানবিক জীবনসংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। ‘মাসি-পিসি’ গল্পের একটি অন্যতম দিক কী?
ক. সামাজিক শোষণ খ. নারী নির্যাতন
গ. নারীর ব্যক্তিত্ব চেতনা ঘ. স্বাধীনচেতা মানুষ
৩। ‘শালতি’ কী?
ক. সেগুন কাঠে নির্মিত নৌকা
খ. তাল কাঠে নির্মিত ডোঙা
গ. গর্জন কাঠে নির্মিত নৌকা
ঘ. নারকেল কাঠে নির্মিত ডোঙা
৪। ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।’—কার উক্তি?
ক. মাসির খ. পিসির গ. কানাইয়ের ঘ. জগুর
৫। ‘মাসি-পিসি’ গল্পের খলনায়ক কে?
ক. কর্তাবাবু খ. কৈলাস
গ. গোকুল ঘ. রহমান
৬। আহ্লাদির বাপ দুর্ভিক্ষের সময় মাসি-পিসির কী ছাঁটাই করেছিল?
ক. খাওয়া খ. চুল গ. নখ ঘ. থাকা
৭। কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছিল?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৮। ‘মাসি-পিসি’ গল্পে ‘কাটারি’ অর্থ কী?
ক. কাটতির যন্ত্র খ. কাঁটা খেলা
গ. কাটার অস্ত্র ঘ. কাঁটা দেওয়া
উদ্দীপক পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বৃদ্ধ রহমান ছলছল চোখে একবার তাকান আহ্লাদির দিকে। তাঁর মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্প দিন হলো। কিছুতেই যেতে চায়নি মেয়েটা। দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুঝ মেয়ে। তার ভালোর জন্যই তাকে জোরজবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল।
৯। বৃদ্ধ রহমানের সঙ্গে বৈসাদৃশ্য আছে কোন চরিত্রটির?
ক. রামসুন্দর খ. শম্ভুনাথ সেন
গ. বিনুদাদা ঘ. গৌরী শঙ্কর
১০। বৈসাদৃশ্যের কারণ?
i. ব্যক্তিত্ব ii. আত্মসচেতন iii. আর্থিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
বায়ান্নর দিনগুলি
১৭. খ ১৮. খ ১৯. ক
মাসি-পিসি
১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ক