বাংলা ১ম পত্র

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

জাদুঘরে কেন যাব
৪। জাতিতাত্ত্বিক জাদুঘরে দেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিদর্শন রয়েছে?
ক. ২৩টি খ. ২২টি গ. ২৫টি ঘ. ২৯টি
৫। ফরাসি বিপ্লব সংঘঠিত হয় কত সালে?
ক. ১৯১৭ সালে খ. ১৭৮৯ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯৭১ সালে
৬। জাদুঘর কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সর্বজনীন খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. ব্যক্তিগত
উদ্দীপক পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মনিরামপুরের প্রবল শ্যামল
হূদয়ের তপ্ত রুধিরে করেছে রঞ্জিত
সারা বাংলায় আজ উড্ডীন সেই রক্তাক্ত পতাকা।
৭। মনিরামপুরের প্রবল শ্যামল ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোনটির প্রতিনিধি?
ক. প্রান্তিক কৃষক খ. মেঘনার মাঝি
গ. শ্রমিক ঘ. পূর্ববাংলা
৮। উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ফুটে উঠেছে—
i. প্রতিবাদ ii. সংগ্রাম iii. শোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে কত সালে বর্তমান অ্যাশসোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠার উল্লেখ আছে?
ক. ১৬৭৯ সালে খ. ১৬৮৩ সালে
গ. ১৮৭৯ সালে ঘ. ১৯১৩ সালে
১০। গ্রেকো রোমান মিউজিয়াম কোথায় অবস্থিত?
ক. মিসরে খ. লন্ডনে গ. প্যারিসে ঘ. ভেনিসে
১১। ‘তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন’—উদ্ধৃত অংশে তিনি কে?
ক. মুহম্মদ আলী জিন্নাহ খ. জাফর আলম
গ. লিয়াকত আলী খান
ঘ. গভর্নর আবদুল মোনায়েম খান
১২। বঙ্গের হাজার বছরের পুরোনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির নমুনায় লেখক কী লাভ করেন?
ক. আনন্দবিজড়িত স্মৃতি খ. অশ্রুবিন্দু
গ. সংস্কৃতির পরিচয় ঘ. বাঙালির আত্মপরিচয়
১৩। জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে?
ক. মানুষের সংস্কৃতির খ. জাতিসত্তার
গ. মানুষের মূল্যবোধের ঘ. মানুষের চেতনার
১৪। ‘জাদুঘরে কেন যাব’ রচনার নামকরণ কীভাবে হয়েছে?
ক. বিষয়বস্তুর ভিত্তিতে
খ. কেন্দ্রীয় চরিত্রের ভিত্তিতে
গ. অন্তর্নিহিত তাত্পর্যের ভিত্তিতে
ঘ. ঘটনার স্থান কাল পাত্রের ভিত্তিতে
উদ্দীপক পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
Journey to the infinity নামে বর্তমানে একটি অ্যানিমেশন ছবি বাংলাদেশের বঙ্গবন্ধু নভোথিয়েটারে প্রদর্শিত হচ্ছে। বিদেশি চিত্র হলেও সেখানে মহাকাশ-সম্পর্কিত নানা তথ্য এমনভাবে উপস্থাপিত হচ্ছে ছাত্রছাত্রীসহ সবার জ্ঞানপিপাসা বাড়িয়ে দিয়েছে।
১৫। উদ্দীপকে বর্ণিত বিষয়টির সঙ্গে ‘জাদুঘরে কেন যাব’ রচনায় নিচের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?
ক. জাদুঘরে সংরক্ষিত বিষয় স্বদেশীয় হতে হবে।
খ. জাদুঘরে সংরক্ষিত বিষয় বিদেশি হতে হবে।
গ. জাদুঘরে সংরক্ষিত বিষয় পারিবারিক জিনিস হবে
ঘ. জাদুঘরে সংরক্ষিত বিষয় শুধু নিজেদের জিনিস হবে না
১৬। উদ্দীপকে বর্ণিত চিত্রটি দেখার আগ্রহ ও ‘জাদুঘরে কেন যাব’ রচনায় নিচের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?
i. সংস্কৃতি সম্পর্কে জানা
ii. মূল্যবান নিদর্শন সম্পর্কে জানা
iii. ইতিহাস সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
জাদুঘরে কেন যাব
৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক