বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

ধাতু

৭. মৌলিক ধাতুর অপর নাম কী?

ক. নামধাতু খ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

গ. ণিজন্ত ধাতু ঘ. প্রযোজক ধাতু

৮. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ
করা যায়?

ক. দুই শ্রেণিতে খ. চার শ্রেণিতে

গ. তিন শ্রেণিতে ঘ. পাঁচ শ্রেণিতে

৯. সাধিত ধাতু কয় প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১০. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ কর যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু

গ. মৌলিক ধাতু ঘ. নামধাতু

১১. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?

ক. বসিয়ে রেখো না

খ. কাজটি ভালো দেখায় না

গ. এখনো সাবধান হও

ঘ. মেয়েটি গান গাচ্ছে

১২. কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?

ক. প্রযোজক ধাতুর খ. কর্মবাচ্যের ধাতুর

গ. নামধাতুর ঘ. সাধিত ধাতুর

১৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন

গ. নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলংকরণ

সঠিক উত্তর

ধাতু: ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল