ধাতু
৪০. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি + মা খ. মহা + ইমা
গ. মহা + ইমন ঘ. মহৎ + ইমন
৪১. ‘মেধাবী’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মেধা + বিন্ খ. মেধা + ইন
গ. মেধ + বিন ঘ. মেধ + আবী
শব্দের শ্রেণিবিভাগ
১. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. পদ খ. বাক্য
গ. শব্দ ঘ. ধ্বনি
২. ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষর খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
৩. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?
ক. উত্পত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
গ. উত্পত্তিমূলক, ব্যুত্পত্তিমূলক, অমূলক
ঘ. উত্পত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
৪. সাধিত শব্দ কয় প্রকার?
ক. তিন খ. দুই
গ. চার ঘ. প্রকারভেদ নেই
৫. গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর
ধাতু: ৪০. ঘ ৪১. ক
শব্দের শ্রেণিবিভাগ: ১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল