দ্বিরুক্ত শব্দ
১৮. একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. তারিখবাচক শব্দ
খ. ক্রমবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ
ঘ. অঙ্কবাচক শব্দ
১৯. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক. দেড় খ. আড়াই
গ. সাড়ে ঘ. সপাদ
২০. ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক. তেহাই খ. পৌনে
গ. চৌথা ঘ. সোয়া
২১. ‘সপ্তাহ’ কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ?
ক. অঙ্কবাচক
খ. পরিমাণবাচক
গ. পূরণবাচক
ঘ. তারিখবাচক
২২. পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. পনেরো খ. দশম
গ. একুশে ঘ. এগারো
২৩. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’—এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা?
ক. তারিখবাচক
খ. অঙ্কবাচক
গ. ক্রমবাচক
ঘ. গণনাবাচক
২৪. তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক. তিন খ. দোসরা
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
সঠিক উত্তর
দ্বিরুক্ত শব্দ: ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল