বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

উপসর্গ

৪. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন

গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৫. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয়

গ. উপসর্গ ঘ. প্রত্যয়

৬. উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম

খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

৭. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৮. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

ক. অনুসর্গের খ. বিভক্তির

গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের

৯. উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১০. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি খ. ২১টি

গ. ২২টি ঘ. ২৫টি

১১. বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয় কোথায়?

ক. বাংলা ধাতুর আগে

খ. ক্রিয়ামূলের আগে

গ. সংস্কৃত শব্দের আগে

ঘ. বাংলা শব্দের আগে

১২. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

১৩. সু, আ, বি, নি—এ চারটি উপসর্গ কোন প্রকারের?

ক. বাংলা খ. তৎসম

গ. বাংলা ও বিদেশি

ঘ. বাংলা ও তৎসম

১৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

১৫. ‘নির্জলা’ শব্দটি কী সাধিত শব্দ?

ক. উপসর্গ খ. সমাস

গ. সন্ধি ঘ. প্রত্যয়

১৬. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

ক. উৎকৃষ্ট খ. আকৃষ্ট

গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট

১৭. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

ক. অভিযান খ. অভিভূত

গ. অভিব্যক্তি ঘ. অভিবাদন

১৮. ‘নিম’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি খ. হিন্দি

গ. ফারসি ঘ. উর্দু

১৯. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ খ. মন্দ

গ. না ঘ. অভাব

২০. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি কোন ভাষার?

ক. ফারসি খ. উর্দু

গ. আরবি ঘ. হিন্দি

সঠিক উত্তর

উপসর্গ: ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. গ