বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

কারক

৪৫. ‘সোনার খাঁচায় রাখব তোমায়’—‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে সপ্তমী খ. অপাদানে সপ্তমী

গ. কর্মে শূন্য ঘ. অধিকরণে সপ্তমী

৪৬. ‘খিলিপান দিয়ে ওষুধ খাবে’—‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে তৃতীয়া

খ. কর্তায় তৃতীয়া

গ. কর্মে তৃতীয়া

ঘ. করণে তৃতীয়া

৪৭. অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

ক. সব ঝিনুকে মুক্তা নেই

খ. গগনে গরজে মেঘ ঘন বরষা

গ. কূলে একা বসে আছি

ঘ. আজকে তোমায় দেখতে এলেম

৪৮. ‘প্রভাতে উঠিল রবি লোহিত বরন’—এখানে ‘প্রভাতে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. অধিকরণে সপ্তমী

ঘ. কর্তায় সপ্তমী

৪৯. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নয়, কারণ কী?

ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না

খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

গ. বিভক্তিযুক্ত হয় না

ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধান করে

৫০. সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. ইয়া > এ খ. হইতে > হতে

গ. কার > কের ঘ. থাকিয়া > থেকে

৫১. ‘দুঃখের দহন’ কোন প্রকার সম্বন্ধ পদ?

ক. অভেদ সম্বন্ধ খ. অধিকার সম্বন্ধ

গ. জন্ম-জনক সম্বন্ধ ঘ. হেতু সম্বন্ধ

৫২. অংশ সম্বন্ধ বোঝায় কোনটিতে?

ক. হাতির দাঁত খ. সাতের পাঁচ

গ. সোনার বাটি ঘ. গাছের ফল

৫৩. নিচের কোনটি অংশ সম্বন্ধের উদাহরণ?

ক. একের তিন খ. মাথার চুল

গ. সাতের ঘর ঘ. দুঃখের দহন

৫৪. ‘রাজার হুকুম’—এটি কোন ধরনের সম্বন্ধ?

ক. কর্তৃ সম্বন্ধ খ. কর্ম সম্বন্ধ

গ. করণ সম্বন্ধ ঘ. অপাদান সম্বন্ধ

৫৫. অপাদান সম্বন্ধ কোনটি?

ক. রাজার হুকুম খ. চোখের দেখা

গ. প্রভুর সেবা ঘ. সাপের ভয়

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়

১. অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয়?

ক. স্বাধীন পদরূপে

খ. অন্য শব্দ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে

গ. শব্দের আগে বসে

ঘ. বিভক্তি যুক্ত হয়ে

২. যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয়, তাদের কী বলে?

ক. নাম প্রকৃতি খ. কৃৎ প্রত্যয়

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৩. বিভক্তির মতো কাজ করে কোনটি?

ক. উপসর্গ খ. অভিশ্রুতি

গ. অনুসর্গ ঘ. গুণ

সঠিক উত্তর

কারক: ৪৫. ঘ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. গ ৪৯. খ ৫০. গ ৫১. ক ৫২. ক ৫৩. খ ৫৪. ক ৫৫. ঘ

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়: ১. ক ২. ঘ ৩. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা