অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়
৪. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয়
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৫. তোমার তরে এনেছি মালা গাঁথিয়া—এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. মত খ. হেতু
গ. নিমিত্ত ঘ. নিকট
৬. অনুসর্গ কী?
ক. শব্দ বিভক্তি বা ধাতু
খ. উপসর্গ
গ. ক্রিয়া বিভক্তি
ঘ. অব্যয়/শব্দ
৭. অনুসর্গ কোন পদ?
ক. বিশেষ্য খ. সর্বনাম
গ. ক্রিয়া ঘ. অব্যয়
৮. অনুসর্গগুলো কয়ভাবে ব্যবহৃত হয়?
ক. একভাবে খ. দুইভাবে
গ. তিনভাবে ঘ. চারভাবে
৯. অনুসর্গ কী কাজ করে?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থ স্পষ্টতর করে
গ. শব্দের অর্থের পরিবর্তন করে
ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
১০. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
ক. শব্দের আগে খ. শব্দের মধ্যে
গ. শব্দের পরে ঘ. বাক্যের শেষে
১১. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?
ক. অনুসর্গ খ. উপসর্গ
গ. প্রত্যয় ঘ. বচন
১২. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?—এখানে ‘বিনা’ কী?
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. কারক
১৩. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে কোথায়?
ক. প্রাতিপদিকের পরে
খ. বিশেষণের পরে
গ. বিভক্তিযুক্ত শব্দের আগে
ঘ. প্রাতিপদিকের আগে
১৪. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?
ক. বিনা, সনে, পরে
খ. মরিমরি, বা, বেশ
গ. যেমন, যথা, যত
ঘ. টুংটাং, শনশন, টলমল
১৫. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?
ক. পক্ষে, জন্য খ. যেন, যে
গ. কিংবা, নতুবা ঘ. উপ, আ
১৬. ‘দিয়ে, পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ?
ক. প্রকৃতি খ. প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
১৭. কোনটি অনুসর্গ?
ক. লজ্জা খ. সুখ
গ. তোমার ঘ. কাছে
১৮. ‘বিনা স্বদেশি ভাষা মিটে কি আশা?’—এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সঙ্গে খ. প্রয়োজনে
গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে
১৯. ‘উদ্যম বিহনে কার পুরে মনোরথ’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
ক. হেতু খ. ব্যতিরেকে
গ. পরে ঘ. সঙ্গে
সঠিক উত্তর
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়: ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ