বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়

২০. দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে—এখানে ‘সনে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

ক. বিরুদ্ধগামিতা খ. প্রতি

গ. সঙ্গে ঘ. হেতু

২১. সন্ধ্যা অবধি অপেক্ষা করব—অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. সঙ্গে খ. নিমিত্ত

গ. পর্যন্ত ঘ. নিকট

২২. ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে—

ক. বিরতি খ. অবধি

গ. স্বল্প বিরতি ঘ. দীর্ঘ বিরতি

২৩. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?

ক. অন, উপ খ. পক্ষে, জন্য

গ. যেন, যে ঘ. কিংবা, নতুবা

২৪. ‘রাজার পক্ষে সবকিছুই সম্ভব’ এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সহায় অর্থে খ. ন্যায় অর্থে

গ. নিকটে অর্থে ঘ. সক্ষমতা অর্থে

২৫. ‘আসামির পক্ষে উকিল কে?’ এ বাক্যে ‘পক্ষে’ শব্দটি একটি—

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. সম্বন্ধ পদ ঘ. বিভক্তি

২৬. আছো প্রভু তুমি জগৎ মাঝারে—এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বাইরে খ. ব্যাপ্তি

গ. মধ্যে ঘ. সঙ্গে

২৭. ‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’—বাক্যে কোনটি অনুসর্গ?

ক. লজ্জা খ. সুখ

গ. কাছে ঘ. তোমার

বাক্য প্রকরণ

১. ভাষার মূল উপকরণ কী?

ক. ধ্বনি খ. বর্ণ

গ. শব্দ ঘ. বাক্য

২. বাক্যকে ভাষার কী বলা হয়?

ক. মূল উপাদন খ. মৌলিক উপাদান

গ. মূল উপকরণ ঘ. সাধারণ উপকরণ

৩. বাক্যের মৌলিক উপাদান কোনটি?

ক. বর্ণ খ. বিভক্তি

গ. ধ্বনি ঘ. শব্দ

৪. বাক্যের একক কোনটি?

ক. উক্তি খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. শব্দ

৫. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?

ক. পাঁচটি খ. তিনটি

গ. চারটি ঘ. ছয়টি

৬. ভাষার বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই?

ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা

খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা

গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা

ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা

৭. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা—বাক্যের কী?

ক. অংশ খ. বৈশিষ্ট্য

গ. গুণ ঘ. প্রকারভেদ

৮. একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা লক্ষণ থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়: ২০.ক ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. গ.

বাক্য প্রকরণ: ১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা