default-image

সমাস

৩৭. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক. অন্তরীপ খ. নিত্যানন্দ

গ. ময়ূর নাচ ঘ. প্রত্যক্ষ

৩৮. ‘দ্বিগু’ সমাসে কোন পদ প্রধান?

ক. পরপদ খ. পূর্বপদ

গ. উভয় পদ ঘ. নাম পদ

৩৯. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?

ক. দ্বিগু সমাস খ. অব্যয়ীভাব সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস

৪০. উপসর্গ যোগে গঠিত হয়—

ক. প্রাদি সমাস খ. রূপক কর্মধারয়

গ. নিত্য সমাস ঘ. উপমিত কর্মধারয়

৪১. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?

ক. নিত্য সমাস খ. অব্যয়ীভাব সমাস

গ. অলুক সমাস ঘ. প্রাদি সমাস

৪২. ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?

ক. দ্বিগু খ. নিত্য

গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়

বিজ্ঞাপন

উপসর্গ

১. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে—

ক. সন্ধি খ. বিভক্তি

গ. প্রত্যয় ঘ. উপসর্গ

২. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

সঠিক উত্তর

সমাস: ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. ঘ ৪২. খ

উপসর্গ: ১. ঘ ২. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন