default-image

উপসর্গ

৩. শব্দের আগে বসে কোনটি?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

৪. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ

খ. যতি সংস্থাপন

গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৫. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয়

গ. উপসর্গ ঘ. প্রত্যয়

৬. উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম

খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

বিজ্ঞাপন

৭. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৮. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

ক. অনুসর্গের খ. বিভক্তির

গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের

৯. উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

সঠিক উত্তর

উপসর্গ: ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন