প্রশ্ন ১
১. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
২. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৩. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক)
৪. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
৫. শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৬. মানুষ মরণশীল। (নেতিবাচক)
৭. দেশের সেবা করবে। (নির্দেশাত্মক)
৮. তোমার দীর্ঘজীবন কামনা করছি। (প্রার্থনাসূচক)
উত্তর
১. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
২. দৃশ্যটি কী সুন্দর!
৩. দয়া করুন এবং সব খুলে বলুন।
৪. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।
৫. শহিদেরা অমর।
৬. মানুষ অমর নয়।
৭. দেশের সেবা করা কর্তব্য।
৮. তুমি দীর্ঘজীবী হও।
প্রশ্ন ২
১. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবোধক)
২. আমটি খুব নরম (নেতিবাচক)
৩. সৎ ব্যক্তি বলে সবাই তাকে শ্রদ্ধা করে। (যৌগিক)
৪. তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)
৫. ধনের ধর্মই অসাম্য। (যৌগিক)
৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)
৭. এতে দোষ কী? (নেতিবাচক)
৮. হৈম তার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
উত্তর
১. শৈশবে কি তাঁর বাবা মারা যান?
২. আমটি মোটেই শক্ত নয়।
৩. তিনি সৎ ব্যক্তি, এ জন্য সবাই তাকে শ্রদ্ধা করে।
৪. তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
৫. ধনের ধর্ম যা, তা অসাম্য।
৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
৭. এতে দোষ নেই।
৮. হৈমর কাছে তার অর্থ অবোধ্য রইল।