বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ভাষা ও বাংলা ভাষা
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির খ. পশুর গ. মানুষের ঘ. সবার
২. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম খ. হাতিয়ার গ. অঙ্গ ঘ. বাহক
৩. ভাষা কত প্রকার?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৪. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা ঘ. লেখ্য ভাষা
৫. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার ঘ. লেখ্য ভাষার
৬. ভাষার লিখনব্যবস্থা কেমন?
ক. বর্ণভিত্তিক খ. ভাবভিত্তিক
গ. ইশারাভিত্তিক ঘ. লেখাভিত্তিক
৭. অক্ষর কী?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. বাক্য কথার টুকরো অংশ
ঘ. ধ্বনির টুকরো অংশ
৮. উচ্চারণের একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি গ. অক্ষর ঘ. শব্দ
৯. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লিখনরীতি বলে?
ক. বর্ণভিত্তিক খ. অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক ঘ. ভাষাভিত্তিক
১০. ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১১. নিচের কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগ্ধ্বনি খ. বাগার্থ
গ. আওয়াজ ঘ. বাক্য
১২. পশুপাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি খ. ভাষা
গ. আওয়াজ ঘ. সংকেত
১৩. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ খ. শব্দ গ. ধ্বনি ঘ. ভাষা
১৪. বাক্য বলতে কী বোঝায়?
ক. কথা খ. শব্দ গ. ভাব ঘ. ইশারা
১৫. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৬. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
ক. বক্তা ও শ্রোতা খ. দর্শক
গ. মানুষ ঘ. পাখি
১৭. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. বাগার্থ
১৮. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?
ক. অঙ্গভঙ্গির ভাষা
খ. ভাব বিনিময়ের ভাষা
গ. চোখের ভাষা ঘ. বর্ণনার ভাষা
১৯. চলতি ভাষার সৃষ্টি হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯১০ গ. ১৯১৪ ঘ. ১৯২১
২০. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে?
ক. কথাভাষা খ. উপভাষা
গ. প্রমিত ভাষা ঘ. ব্যক্তিভাষা
২১. উপভাষার আরেক নাম কী?
ক. আঞ্চলিক ভাষা খ. কথাভাষা
গ. ব্যক্তিভাষা ঘ. প্রমিত ভাষা
২২. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা খ. কথ্য ভাষা
গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা
২৩. প্রমিত ভাষার অপর নাম কী?
ক. ব্যক্তিভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৪. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা
খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৫. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. ব্যক্তিভাষা
গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৬. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?
ক. আঞ্চলিক ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৭. সামাজিক ভাষা কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৮. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
ক. উচ্চশ্রেণির ভাষা খ. উচ্চ ভাষা
গ. অভিজাত ভাষা ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ভাষা ও বাংলা ভাষা
১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. ক।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা