বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

ধ্বনি, বর্ণ, সন্ধি
৪৮। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহূত হলে তাকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন
ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন
৪৯। ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জনসংযোগকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন
ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন
৫০। যুক্তব্যঞ্জন কত প্রকারের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫১। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তাকে কী বলে?
ক. ধ্বনি-পরিবর্তন খ. প্রতিবেশ
গ. ধ্বনি-রূপান্তর ঘ. ধ্বনিলোপ
৫২। অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ই খ. উ গ. আ ঘ. ঈ
৫৩। ‘পরীক্ষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা খ. পরী+ইক্ষা
গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ঈক্ষা
৫৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি
৫৫। ‘নাবিক’-এর সন্ধি বিচ্ছেদ—
ক. না+ইক খ. নো+ইক
গ. নৈ+ইক ঘ. নৌ-ইক
৫৬। ‘দুর্যোগ’-এর সন্ধি বিচ্ছেদ কী?
ক. দুহঃ+যোগ খ. দুঃ+যোগ
গ. দূর+যোগ ঘ. দুহ+যোগ
৫৭। ‘দিগন্ত’-শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিগ+অন্ত খ. দিক্+অন্ত
গ. দিক+অন্ত ঘ. দিগ্+অন্ত
৫৮। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৫৯। ‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গা+অক খ. গৈ+অক
গ. গায়+ক ঘ. গা+য়ক

শব্দ, পদ, শব্দগঠন
১। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. বাগর্থতত্ত্বে
২। প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক. পরে খ. পূর্বে গ. মাঝে ঘ. সঙ্গে
৩। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কী বলে?
ক. নাম বিভক্তি খ. পদ বিভক্তি
গ. শব্দ বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি
৪। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. বিভক্তি খ. উপসর্গ
গ. সন্ধি ঘ. সমাস
৫। শব্দ কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৬। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহূত হয় তাকে কী বলে?
ক. বিশেষণ খ. সর্বনাম
গ. ক্রিয়া ঘ. অব্যয়
৭। ক্রিয়া প্রধানত কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮। যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
৯। যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১০। বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়?
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. প্রত্যয়
১১। কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়?
ক. দাদা খ. মামা গ. উপাচার্য ঘ. খালা
১২। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ধ্বনি, বর্ণ, সন্ধি
৪৮. ক ৪৯. খ ৫০. ক ৫১. ক ৫২. গ ৫৩. ক ৫৪. গ ৫৫. গ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. খ ৫৯. খ
শব্দ, পদ, শব্দগঠন
১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ক
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা