বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
২০। তদ্ভব কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. সংস্কৃত গ. হিন্দি ঘ. আঞ্চলিক
২১। প্রাতিপদিক কী?
ক. বিভক্তিযুক্ত পদ খ. বিভক্তিহীন শব্দ
গ. বিভক্তিযুক্ত নাম শব্দ ঘ. বিভক্তিহীন নাম শব্দ
২২। কোন ধরনের শব্দগুলোর মূল নির্ধারণ করা
যায় না?
ক. দেশি খ. তদ্ভব গ. অর্ধতত্সম ঘ. তত্সম
২৩। ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. তুর্কি গ. হিন্দি ঘ. গুজরাটি
২৪। ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তুর্কি গ. বার্মিজ ঘ. জাপানি
২৫। ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. পাঞ্জাবি গ. তুর্কি ঘ. জাপানি
২৬। ‘হারিকিরি’ শব্দের অর্থ—
ক. হারানো খ. রিকশা গ. আত্মহত্যা ঘ. আত্মরক্ষা
২৭। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. তত্সম শব্দ
২৮। কোনটি পারিভাষিক শব্দ?
ক. মসজিদ খ. হাসপাতাল গ. সমীকরণ ঘ. হরতন
২৯। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরি
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. মনুয়েল দ্য আসসুম্প সাঁও
৩০। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. এন বি হ্যালহেড
গ. উইলিয়াম কেরি
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩১। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. রাজা রামমোহন রায়
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. এনামুল হক
৩২। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা শেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৩৩। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. বিশেষভাবে বিভাজন খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন ঘ. বিশেষভাবে সংযোজন
৩৪। ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. ধ্বনি খ. ভাষা গ. শব্দ ঘ. বাক্য
৩৫। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
ক. ভাষা শিক্ষার জন্য
খ. ভাষার শুদ্ধ্যশুদ্ধি নির্ণয়ের জন্য
গ. ভাষা বিষয়ে জ্ঞানদানের জন্য
ঘ. ভাষার বিকাশের জন্য
৩৬। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩৭। নিচের কোনটি ভাষার মৌলিক অংশ?
ক. তত্সম শব্দ খ. অর্থ গ. সন্ধি ঘ. পদ প্রকরণ
৩৮। প্রতিটি ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. দশটি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ভাষা
২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ক