১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।
# মনে করো তোমার নাম নিগার/সুভাষ। তুমি পাথরাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ০৩/০৯/২০১৫
বরাবর
প্রধান শিক্ষক,
পাথরাইল প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল।
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। হঠাত্ জ্বর হওয়ার কারণে আমি গত ৩১/০৮/২০১৫ তারিখ থেকে ০২/০৯/২০১৫ তারিখ পর্যন্ত তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত
আপনার অনুগত ছাত্র
নিগার/সুভাষ
পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১
# মনে করো, তোমার নাম সিফাত/তানজিল। তুমি শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। বিদ্যালয়ের পাশে অবস্থিত স্থানীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন, ফুটবল খেলা দেখতে যাওয়ার সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।
তারিখ: ০৩.০৯.২০১৫
বরাবর,
প্রধান শিক্ষক
শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়
ঘিওর, মানিকগঞ্জ।
বিষয়: ফুটবল খেলা দেখার জন্য সাময়িক ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ আমাদের পাশের উচ্চ বিদ্যালয়ের সাথে নগরপুর উচ্চ বিদ্যালয়ের একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করবেন আমাদের ক্রীড়া শিক্ষক সুজা উদ্দিন। আমরা খেলাটি দেখতে আগ্রহী।
অতএব, বিনীত নিবেদন এই যে, উক্ত খেলা দেখার জন্য চতুর্থ ঘণ্টার পর আমাদের সব শিক্ষার্থীদের সাময়িক ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
নিবেদক—
শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে
সিফাত/তানজিল
পঞ্চম শ্রেণি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা