বাংলা

* ১০ নম্বর প্রশ্ন:
এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশ/ক্রিয়া পদে
চলিত রূপ লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ দেওয়া হলো।

একই গুরুর শিষ্য—সতীর্থ।
কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।
কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।
কেউ জানতে পারে না এমনভাবে—অজ্ঞাতসারে।
কথায় যা প্রকাশ করা যায় না—অনির্বচনীয়।
কোথাও হতে ভয় নেই যার—অকুতোভয়।
কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।
কোকিলের ডাক—কুহু।
খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।
খাওয়ার যোগ্য—খাদ্য।
গভীর রাত্রি—নিশীথ।
চৈত্র মাসের ফসল—চৈতালি।
জানা নেই যা—অজ্ঞাত।
জানা আছে যা—জ্ঞাত।
জানবার ইচ্ছা—জিজ্ঞাসা।
জানতে পারে না এমনভাবে—অজ্ঞাতে।
জয় সূচনা করে এমন—জয়সূচক।
জয়সূচক উত্সব—জয়োত্সব।
জয় করার ইচ্ছা—জিগীষা।
জানু পর্যন্ত লম্বিত বা দীর্ঘ
—আজানুলম্বিত।
জীবিত থেকেও যে মৃত—জীবন্মৃত।
জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।
তির ছোড়ে যে—তিরন্দাজ।
দুবেলা ভাতের বিনিময়ে কাজ করে যে—পেটেভাতে।
দুবার জন্ম হয় যার—দ্বিজ।
দেশকে ভালোবাসেন যিনি
—দেশপ্রেমিক।
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
দিবসের মধ্য ভাগ—মধ্যাহ্ন।
নদী মাতা যার—নদীমাতৃক।
রাত্রিকালে চরে বেড়ায় যে
—নিশাচর।
নাচে যে মেয়ে—নাচুনি।
পট আঁকে যে—পটুয়া।
পান করার ইচ্ছা—পিপাসা।
পাওয়া যায় যা—পাওনা।
পা থেকে মাথা পর্যন্ত
—আপাদমস্তক।
পরে কী ঘটবে ভেবে দেখে না যে
—অপরিণামদর্শী।
পরিমিত ব্যয় করেন যিনি
—মিতব্যয়ী।
প্রতিকার করার ইচ্ছা
—প্রতিচিকীর্ষা।
ফেলা যায় যা—ফেলনা।
ফুল থেকে তৈরি যা—ফুলেল।
বহুর মধ্যে একজন—শ্রেষ্ঠ।
ব্যাঙের ছানা—ব্যাঙাচি।
বেশি শীতও নয় বেশি গরমও নয়
—নাতিশীতোষ্ণ।
বেশি কথা বলে যে—বাচাল।
বেশি কথা বলেন না যিনি
—মিতভাষী।
বিদেশে থাকে যে—প্রবাসী।
বিশ্বজনের জন্য হিতকর
—বিশ্বজনীন।
ভোজন করতে যে চায়—বুভুক্ষু।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা