বিজ্ঞানেও ভালো ফল ঢাকা কমার্স কলেজের

ঢাকা কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকের (২০২১) ফলাফলে ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান শাখা থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯৯ শতাংশের বেশি পাস করেছেন। আর সার্বিক পাসের হার প্রায় ১০০।

ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখাও চালু করে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে এ শাখা খোলে কলেজটি। বিজ্ঞান শাখা থেকে প্রথম পরীক্ষায় অংশ নেয় ২০২১ সালে। আর এ বছরই অত্যন্ত সন্তোষজনক ফল অর্জন করে তারা। এ শাখার ১ হাজার ৮৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেন ১ হাজার ৮১ জন। জিপিএ–৫ পেয়েছেন ৬৬৮ জন। যেখানে ভর্তির সময় জিপিএ–৫ ছিল মাত্র ৮০ জন।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ হাজার ৩০৭ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৩০৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৫। জিপিএ–৫ পেয়েছেন ৩০৯ জন। যেখানে ভর্তির সময় জিপিএ–৫ ছিল মাত্র ৩১ জন।

ঢাকা কমার্স কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২ হাজার ৩৮৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৭১। জিপিএ–৫ পেয়েছেন মোট ৯৭৭ জন। উল্লেখ্য, ভর্তির সময় জিপিএ–৫ ছিল মাত্র ১১১ জন।
উচ্চমাধ্যমিক ২০২১–এর ফলাফল প্রকাশের প্রতিক্রিয়া হিসেবে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সফিক আহমেদ সিদ্দিক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত প্রচেষ্টার ফলে ধারাবাহিকভাবে ভালো ফল করছে ঢাকা কমার্স কলেজ।

কলেজের অধ্যক্ষ মো. আবু মাসুদ বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফল অর্জনের বিষয়ে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এ অর্জন।’ তিনি আরও বলেন, ‘দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির সুমহান অংশগ্রহণেই আমরা অধিকতর যত্নশীল।’

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজকে ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৫, ২০১৬ ও ২০১৭-এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে। ঢাকা কমার্স কলেজ নিজস্ব অর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধূমপানমুক্ত ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাপ্রতিষ্ঠান।