বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২৭. প্রাণিদেহে দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কোনটি?

ক. শ্বেতসার খ. প্রোটিন

গ. সেলুলোজ ঘ. অ্যামাইনো অ্যাসিড

২৮. রক্তের কোন কণিকাটি মানবদেহের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?

ক. অণুচক্রিকা

খ. শ্বেতকণিকা

গ. লোহিত কণিকা

ঘ. এনজাইম

২৯. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত?

ক. ৫টি খ. ৬টি

গ. ৮টি ঘ. ১০টি

৩০. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে কোথায়?

ক. ভিটামিনে খ. প্রাণিজ প্রোটিনে

গ. শর্করা ঘ. স্নেহপদার্থে

৩১. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন

৩২. কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়?

ক. ফসফরাস খ. ক্যালসিয়াম

গ. জিঙ্ক ঘ. লৌহ

৩৩. মানবদেহের শরীরে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?

ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ

গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. খ ৩১. গ