বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৩০. নিচের কোন উদ্ভিদের পাতায় বোঁটা অনুপস্থিত?

ক. শাপলা খ. পদ্ম

গ. শিয়ালকাঁটা ঘ. আম

৩১. পত্রবৃন্তের ওপর চ্যাপটা সবুজ অংশকে কী বলে?

ক. বৃন্ত খ. পত্রফলক

গ. পত্রমূল ঘ. উপপত্র

৩২. উদ্ভিদের কোন অংশে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়?

ক. পাতা খ. ফুল

গ. মূল ঘ. ফল

৩৩. পাতার প্রধান কাজ কী?

ক. খাদ্য প্রস্তুত

খ. অক্সিজেন গ্রহণ

গ. CO2 ত্যাগ

ঘ. অতিরিক্ত পানি বের করা

৩৪. পত্রফলকের অখণ্ডিত ও খণ্ডিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্র কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩৫. নিচের কোনটির পাতা সরল পত্র?

ক. বট খ. সজিনা

গ. তেঁতুল ঘ. নিম

৩৬. নিচের কোনটির পাতা যৌগিক পত্র?

ক. আম খ. জাম

গ. কাঁঠাল ঘ. নিম

৩৭. কোন উদ্ভিদে যৌগিক পত্র থাকে?

ক. আম খ. কাঁঠাল

গ. বট ঘ. শজনে

৩৮. অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে কী বলে?

ক. পক্ষল খ. র৵াকিস

গ. করতলাকার ঘ. বোঁটা

৩৯. নিচের কোন উদ্ভিদের পাতায় র৵াকিস

পাওয়া যায়?

ক. বট খ. কাঁঠাল

গ. গোলাপ ঘ. জাম

৪০. পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪১. কোন উদ্ভিদের মূল উপাদেয় সবজি?

ক. গাজর খ. আলু

গ. শতমূলী ঘ. ওলকচু

৪২. মূল থেকে ওষুধ তৈরি হয় নিচের কোনটিতে?

ক. নিশিন্দা খ. থানকুনি

গ. শতমূলী ঘ. গোলপাতা

৪৩. ঔষধি পাতা নিচের কোনটি?

ক. থানকুনি খ. তামাক

গ. পান ঘ. তাল

৪৪. কিসের পাতা থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি–সিগারেট তৈরি হয়?

ক. শতমূলী খ. বাসক

গ. নিশিন্দা ঘ. তামাক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২.গ ৪৩.ক ৪৪. ঘ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা