অধ্যায় ১
১৭. হিমোসিলের ভেতর দিয়ে কী প্রবাহিত হয়?
ক. পানি খ. রক্ত
গ. শ্বাস–প্রশ্বাস ঘ. খাবার
১৮. মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কী দিয়ে আবৃত থাকে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. সিস্ট ঘ. ফুলকা
১৯. যে প্রাণীকে তাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশ ভাগ করা যায় তাকে কী প্রাণী বলে?
ক. অরীয় প্রতিসম খ. ম্যাস্টাল
গ. সিলোম ঘ. কর্ডাটা
২০. মস্তিষ্ক কিসের মধে৵ সুরক্ষিত থাকে?
ক. করোটি খ. মাথায়
গ. হাড় দিয়ে ঘ. নটোকর্ড
২১. জলজ ভার্টিব্রাটা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. ফুলকা খ. ফুসফুস
গ. নাক ঘ. নাসিকা
২২. যে ভার্টিব্রাটা স্থলে বাস করে তারা কিসের সাহায্যে শাসকার্য চালায়?
ক. ফুলকা খ. ফুসফুস
গ. নাসিকা ঘ. নাসিকা গহ্বর
২৩. প্রাণিজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে কে?
ক. শ্রেণিভাগ খ. গ্রেগর জোহান মেন্ডেল
গ. শ্রেণিবিন্যাস ঘ. শ্রেণিকরণ
২৪. বর্তমানে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক. ১০ লাখ খ. ১৫ লাখ
গ. ২০ লাখ ঘ. ২৫ লাখ
২৫. শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
ক. জন রে খ. থিওফ্রাস্টাস
গ. অ্যারিস্টটল ঘ. ক্যারোলাস লিনিয়াস
২৬. অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
ক. সাতটি খ. আটটি
গ. নয়টি ঘ. দশটি
২৭. কোনটিতে হিমোসিল উপস্থিত?
ক. কেঁচো খ. জোঁক
গ. আরশোলা ঘ. তারা মাছ
২৮. কোন পর্বের প্রাণীর পানি সংবহনতন্ত্র থাকে?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. মলাস্কা ঘ. একাইনোডারমাটা
২৯. নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য হলো—
i. এরা উভলিঙ্গ
ii. পৌস্টিক নালিসম্পন্ন
iii. শ্বসনতন্ত্র অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. কর্ডাটা পর্বের উন্নত উপপর্ব হলো—
i. ইউরোকর্ডাটা
ii. সেফালোকর্ডাটা
iii. ভার্টিব্রাটা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. প্রথম প্রাণীর বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে?
ক. অ্যারিস্টটল খ. গ্রেগর জোহান মেন্ডেল
গ. ক্যারোলাস লিনিয়াস ঘ. জন রে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল