বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৭

৩৫. ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেয়?

ক. H+ খ. OH-

গ. SO42- ঘ. CO32-

৩৬. তুঁতের সংকেত কী?

ক. CuSO4.5H2O খ. CuSO4.10H2O

গ. Na2CO3.10H2O ঘ. Na2CO3.2H2O

৩৭. একটি বর্ণহীন দ্রবণে NaOH মেশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল, দ্রবণটি কী?

ক. সিমাইল রেড খ. সিমাইল অরেঞ্জ

গ. ফেনক স্যালিন ঘ. লিটমাস দ্রবণ

৩৮. একটি অজানা দ্রবণের ধর্ম কী দ্বারা নির্ণয় করা যায়?

ক. নির্দেশক খ. অ্যাসিড

গ. ক্ষার ঘ. লবণ

৩৯. সালফিউরিক অ্যাসিডের সংকেত কী?

ক. H3PO4 খ. H2SO3

গ. H2SO4 ঘ. HSO4

৪০. সোডিয়াম গ্লুটামেট কী নামে ব্যবহৃত হয়?

ক. টেবিল সল্ট খ. টেস্টিং সল্ট

গ. খাবার সল্ট ঘ. তুঁতে

৪১. সাইটিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা
হয় কেন?

ক. পানিতে সম্পূর্ণ আয়নিত হয় বলে

খ. পানিতে আংশিক আয়নিত হয় বলে

গ. পানিতে লবণ উৎপন্ন করে বলে

ঘ. পানিতে কঠিন অবস্থায় থাকে বলে

৪২. নিচের কোনটি ক্ষারধর্মী?

ক. স্ট্রবেরি খ. আমলকী

গ. লেবু ঘ. কফি

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. খ ৪১.খ ৪২. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল