বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩২. একটি জীবের বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?

ক. বাংলা খ. ইংরেজি ও বাংলা

গ. ল্যাটিন ঘ. ইংরেজি ও ল্যাটিন

৩৩. ‘স্পঞ্জ’ নামে পরিচিত কোন পর্বের প্রাণী?

ক. নিডারিয়া খ. পরিফেরা

গ. মলাস্কা ঘ. কর্ডাটা

৩৪. আধুনিক শ্রেণিবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত?

ক. অ্যানিম্যালিয়া খ. সরীসৃপ

গ. ভার্টিব্রাটা ঘ. নিডারিয়া

৩৫. শীতল রক্তের প্রাণী কোন পবে৴র?

ক. অসটিকথিস খ. উভচর

গ. মলাস্কা ঘ. নেমাটোডা

৩৬. হিমোসিল কোন প্রাণীর বৈশিষ্ট্য?

ক. আর্থ্রোপোডা খ. ভার্টিব্রাটা

গ. সরীসৃপ ঘ. মেরুদণ্ডী

৩৭. কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. মলাস্কা

গ. পরিফেরা ঘ. নেমাটোডা

৩৮. অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ কোনটি?

ক. সিটা খ. লার্ভা

গ. তারা মাছ ঘ. হাইড্রা

৩৯. মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?

ক. মাথায় খ. করোটিতে

গ. সিলোমে ঘ. গ্যানয়েডে

৪০. অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের নয়টি পবে৴র মধ্যে অমেরুদণ্ডী পবে৴র সংখ্যা কত?

ক. ৫ খ. ৬

গ. ৭ ঘ. ৮

৪১. হাইড্রার দেহগহ্বরকে কী বলে?

ক. সিলোম খ. সিলেন্টেরন

গ. মলাস্কা ঘ. ড্রপ

৪২. তারা মাছ কোন পবে৴র প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. মলাস্কা

ঘ. পরিফেরা গ. একাইনোডার্মাটা

৪৩. দ্বিপদ নামকরণের আরেক নাম কী?

ক. শ্রেণিবিন্যাস খ. বৈজ্ঞানিক নামকরণ

গ. প্রজাতি ঘ. পর্ব

৪৪. হিমোসিল কী?

ক. সিলোম খ. রক্তপূর্ণ গহ্বর

গ. সিটা ঘ. কোষ

৪৫. কেঁচো চলাচল করে কিসের সাহাযে৵?

ক. সিটা খ. নালীপদ

গ. ক্ষণপদ ঘ. অ্যান্টেনা

অধ্যায় ২

১. এক কোষী জীব কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?

ক. অ্যামাইটোসিস খ. মাইটোসিস

গ. মিয়োসিস ঘ. সাইটোসিস

২. কোন কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়?

ক. মাইটোসিস খ. মিয়োসিস

গ. মেটাফেজ ঘ. এনাফেজ

৩. জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?

ক. মিয়োসিস খ. মাইটোসিস

গ. টেলোফেজ ঘ. প্রোফেজ

৪. কখন কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়?

ক. প্রোফেজে খ. মেটাফেজে

গ. টেলোফেজে ঘ. মিয়োসিসে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.খ ৪০.ঘ ৪১. খ ৪২.গ ৪৩. খ ৪৪.খ ৪৫.ক

অধ্যায় ২: ১. ক. ২. ক ৩. ক ৪. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল