বিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন)

পূর্ণমান-৬০, সময়-২ ঘণ্টা ৪০ মিনিট
[প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
১। ছুটিতে অর্পা গ্রামের বাড়িতে গিয়ে দেখে তার চাচা জমিতে গোল আলু লাগানোর জন্য আলুকে টুকরো করে কাটছেন। অর্পা এর কারণ জিজ্ঞাসা করলে চাচা তা বুঝিয়ে দেন। এরপর অর্পা বাড়ির পাশের আমবাগানে গিয়ে দেখে একটি আমগাছের শাখায় সামান্য বাকল কেটে নিয়ে কলম করা হয়েছে।
ক. প্রজনন কাকে বলে? ১
খ. পরাগায়ণ বলতে কী বোঝায়? ২
গ. অর্পার দেখা আমগাছে কীভাবে কলম করা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি প্রজনন পদ্ধতি কি একই? যুক্তিসহ মতামত দাও। ৪
২। ৫০ কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হলো।
ক. অভিকর্ষ কাকে বলে? ১
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়? ২
গ. পৃথিবীতে বস্তুটির ওজন নির্ণয় করো। ৩
ঘ. চাঁদে বস্তুটির ওজনের পরিবর্তন বিশ্লেষণ করো। ৪
৩। (i) CuCO3CuO+CO2
(ii) Fe+CuSO4FeSO4+Cu
ক. তড়িত্ বিশ্লেষণ কাকে বলে? ১
খ. মোমের দহন ব্যাখ্যা করো। ২
গ. (i) নং বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. (ii) নং বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৪
৪। একদিন রাতের খাবারে আরিক পছন্দের চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খেল। সে বিজ্ঞান বইতে পড়েছে, তার পছন্দের মাছটি আসলে একধরনের পতঙ্গ। চিংড়ি তার কাছে পছন্দের হলেও সে কাঁকড়া ও শামুক একেবারেই পছন্দ করে না।
ক. শ্রেণিবিন্যাস কাকে বলে? ১
খ. কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ২
গ. আরিকের পছন্দের প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আরিকের অপছন্দের প্রাণী দুটি কি একই পর্বভুক্ত? মতামত দাও। ৪
৫। শরীফা বেগমের চার বছরের ছেলেটি অল্প আলোতে দেখতে পায় না। অন্যদিকে রহিমা বেগমের মেয়ের চামড়া খসখসে এবং শরীরের ওজন হ্রাস পেয়েছে।
ক. সুষম খাদ্য কাকে বলে? ১
খ. রাফেজ বলতে কী বোঝায়? ২
গ. শরীফা বেগমের ছেলের রোগটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. শরীফা বেগমের ছেলে ও রহিমা বেগমের মেয়ের রোগ চিকিত্সায় করণীয় কী? বিশ্লেষণ করো। ৪
৬।

E=পৃথিবী
S=কৃত্রিম উপগ্রহ

E ও S-এর মধ্যবর্তী দূরত্ব ২৫০ কিমি।
S-এর বেগ ৮ কিমি/সেকেন্ড
ক. মহাকাশ কাকে বলে? ১
খ. মহাবিস্ফোরণতত্ব ব্যাখ্যা করো। ২
গ. S কীভাবে পরিভ্রমণ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. যোগাযোগে S-এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪
৭। (i) ঘাসছাগলমানুষ
(ii) সবুজ উদ্ভিদফড়িংব্যাঙসাপঈগল
ক. বাস্তুসংস্থান কাকে বলে? ১
খ. খাদ্যজাল বলতে কী বোঝায়? ২
গ. (i) নং শৃঙ্খলটি ব্যাখ্যা করো। ৩
ঘ. (ii) নং শৃঙ্খলে ব্যাঙের সংখ্যা বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করো। ৪
৮। Ca (OH)2+H2SO4CaSO4+2H2O
ক. এসিটিক এসিডের সংকেত লেখো। ১
খ. নির্দেশক বলতে কী বোঝায়? ২
গ. উল্লিখিত বিক্রিয়ায় বিক্রিয়ক প্রথম যৌগটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিক্রিয়ায় ব্যবহূত দ্বিতীয় যৌগটি শিল্পক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? ৪
৯।

ক. আলোর প্রতিসরণ কাকে বলে? ১
খ. অপটিক্যাল ফাইবার বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের ঘনমাধ্যমের কোনটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. ঘনমাধ্যমে কোণটি বড় হলে প্রতিসরণ হবে কি? যুক্তিসহ মতামত দাও। ৪
মডেল টেস্টটি তৈরি করেছেন
মোহাম্মদ আক্তার উজ জামান

জেএসসি মডেল টেস্ট-১০ এর উত্তর
বিজ্ঞান (বহুনির্বাচনি)
১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০.ক।