বোর্ডে সেরা ২০-এ পিরোজপুরের চারটি বিদ্যালয়

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় পিরোজপুরের চারটি বিদ্যালয় স্থান করে নিয়েছে।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় অষ্টম, মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশন ১১তম, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৪তম এবং পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় ১৯তম স্থান দখল করেছে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৩৫ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩৪ জন পাস করেছে।