ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১৭. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

১৮. উত্পাদনের বাহন কোনটি?

ক. বাণিজ্য খ. শিল্প

গ. পণ্য ঘ. কারখানা

১৯. ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে কোনটি?

ক. বিমা খ. পরিবহন

গ. বিজ্ঞাপন ঘ. ব্যাংকিং

২০. মসলিন কাপড়ের জন্য কোনটি বিখ্যাত ছিল?

ক. ঢাকা বন্দর

খ. Porto Piqueno

গ. Porto Grando

ঘ. যশোর

২১. ব্যবসায়ে কোনটি বিদ্যমান?

ক. নিশ্চিত সফলতা

খ. ব্যর্থতা

গ. ঝুঁকি

ঘ. মুনাফা

২২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. প্রাক্‌–মধ্যযুগে ঘ. আধুনিক যুগে

২৩. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?

ক. ক্ষতি খ. মুনাফা

গ. ঝুঁকি ঘ. অর্থ

২৪. প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়—

i. লন্ড্রি

ii. সেলুন

iii. বিউটি পারলার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল