ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

৫৬. কিসের উন্নয়নের ওপর শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি নির্ভর করে?

ক. প্যাকিং খ. পরিবহন

গ. প্রমিতকরণ ঘ. বিপণন

৫৭. মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে কোনটি?

ক. উৎপাদন খ. ক্রয়

গ. বিক্রয় ঘ. বিপণন

৫৮. সাধারণত কোনটির ক্ষেত্রে গুদামজাতকরণ করা হয়?

ক. কাপড় খ. তরল দুধ

গ. মাংস ঘ. কৃষি পণ্য

৫৯. কীভাবে পণ্যের চাহিদা বৃদ্ধি করা যায়?

ক. পণ্য প্রমিতকরণের মাধ্যমে

খ. পর্যায়িতকরণের মাধ্যমে

গ. আকর্ষণীয় মোড়কের মাধ্যমে

ঘ. প্যাকিংয়ের মাধমে

৬০. এস.এম প্রাইভেট লি. তার উৎপাদিত প্রসাধনসামগ্রী অধিক বিক্রয়ের আশায় কিছু পণ্য বিনামূল্যে বিতরণ করলেন। এক্ষেত্রে তিনি বাণিজ্যের কোন উপাদানটির সহায়তা নিলেন?

ক. পরিবহন খ. বিজ্ঞাপন

গ. পণ্য বিনিময় ঘ. গুদামজাতকরণ

৬১. বিপণনের সর্বশেষ ধাপ কোনটি?

ক. তথ্য সংগ্রহ খ. ভোক্তা বিশ্লেষণ

গ. মোড়কিকরণ ঘ. প্রমিতকরণ

৬২. কৃষিজাত পণ্যের মোড়কিকরণ করা হয় কেন?

ক. ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য

খ. পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখার জন্য

গ. পণ্যের ওজন ঠিক রাখার জন্য

ঘ. পণ্যের সুবিধার জন্য

৬৩. কোন ধরনের পণ্যের মোড়ক বাঁধাই অধিক প্রয়োজনীয়?

ক. শিল্পজাত পণ্য খ. কৃষিপণ্য

গ. ভোগ্যপণ্য ঘ. মূল্যবান পণ্য

৬৪. আবুল মিয়া একজন কৃষিপণ্যের পাইকারি ব্যবসায়ী। উৎপাদকের নিকট থেকে সংগৃহীত পণ্য মান অনুযায়ী শ্রেণিবিভাগ করে বিক্রয় করতে হলে তাকে বিপণনের কোন কাজটি করতে হবে?

ক. প্রক্রিয়াজাতকরণ

খ. প্রমিতকরণ

গ. পর্যায়িতকরণ

ঘ. মোড়কিকরণ

৬৫. জনাব রহিম পণ্য বিপণনের সুবিধার্থে সেগুলো মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে। এর ফলে তিনি কী সুবিধা পান?

ক. ভোক্তার সন্তুষ্টি বিধান

খ. বিক্রয়ে গতিশীলতা বৃদ্ধি

গ. গুদামজাতকরণের সুবিধা

ঘ. পরিবহনের সুবিধা

৬৬. আমাদের দেশের চিংড়ি মাছ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কীসের ফলে ব্যবহার করতে পারছে?

ক. সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের

খ. পরিবহনের

গ. ক্রয়ের ঘ. বিক্রয়ের

৬৭. বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?

ক. বিক্রয়িকতা খ. প্রেষণা

গ. নিয়ন্ত্রণ ঘ. বিপণন

৬৮. এইডস সম্পর্কে সচেনতা সৃষ্টিতে কোনটির ভুমিকা রযেছে?

ক. ব্যবসায় খ. অর্থায়ন

গ. বিজ্ঞাপন ঘ. সংগঠন

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. ঘ ৫৯. গ

৬০. খ ৬১. খ ৬২.খ ৬৩. ক ৬৪. গ ৬৫. খ ৬৬.খ ৬৭. ক ৬৮. গ


মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা