এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. ব্যবসায়ের উত্পত্তির মূল কারণ কোনটি?

ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ

গ. বাজার সৃষ্টি ঘ. শিল্পবিপ্লব

২. পণ্য উত্পাদনের সার্থকতা কিসের ওপর নির্ভর করে?

ক. বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর

খ. গুদামজাতকরণের ওপর

গ. ক্রয়-বিক্রয়ের ওপর

ঘ. মোড়কীকরণের ওপর

৩. কোন বন্দরকে Porto Grando বলা হয়?

ক. চট্টগ্রাম খ. খুলনা

গ. কলকাতা ঘ. সপ্তগ্রাম

৪. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?

ক. প্রাচীন খ. মধ্য

গ. আধুনিক ঘ. মোগল

৫. কোন শতাব্দীতে পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন?

ক. পঞ্চদশ শতাব্দীতে

খ. ষোড়শ শতাব্দীতে

গ. অষ্টাদশ শতাব্দীতে

ঘ. দ্বাদশ শতাব্দীতে

৬. কোনটি আইনগত পরিবেশের উপাদান?

ক. জাতি

খ. মূলধন

গ. প্রযুক্তি আমদানির সুযোগ–সুবিধা

ঘ. ভোক্তা আইন

৭. বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ