
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# ক্ষুদ্র ব্যবসায়ী মি. চিন্ময় দাশের হিসাবে ১,৫০,০০০.০০ টাকা জমা আছে। তিনি ২০ জুলাই ২০১১ তারিখে সকাল ১০টায় ১,০০,০০০.০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটি চেক পাঠান। দুপুর ১২টায় ৭৫,০০০.০০ টাকা নগদ জমা দেন। বিকেল ২টায় মি. করিমকে সঠিকভাবে পূরণকৃত ৯০,০০০.০০ টাকা একটি চেক প্রদান করেন। ওই দিনই বিকেল ৩টায় চেকের টাকা তুলতে গেলে ব্যাংক মি. করিমকে হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে মি. চিন্ময়ের ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে।
প্রশ্ন:
ক. বাহক চেক কী? ১
খ. চেকে দাগ কাটা হয় কেন? ২
গ. মি. চিন্ময় কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করেছেন? হিসাবের ধরনটি ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের সুনাম ও স্বাভাবিক লেনদেন বজায় রাখতে মি. চিন্ময়ের করণীয় ব্যাখ্যা করো। ৪
উত্তর: ক. যে চেকের টাকা চাহিবামাত্র ব্যাংক এর বাহককে প্রদান করে, তাকে বাহক চেক বলে।
উত্তর: খ. বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগে বঁা কোনায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করে যে চেক তৈরি করা হয়, তাকে দাগকাটা চেক বলে। চেকের অর্থ পরিশোধের ক্ষেত্রে নিরাপত্তা ও নিশ্চয়তা সৃষ্টিতে এবং ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন ধরনের সুবিধা অর্জনের জন্যই চেকে দাগ কাটা হয়।
উত্তর: গ. মি. চিন্ময় সঞ্চয়ী হিসাব পরিচালনা করছেন।
যে হিসাব সঞ্চয় ও সেই সাথে ব্যাংকিং সেবা পাওয়ার উদ্দেশ্যে খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাব সঞ্চয় সৃষ্টি ও মূলধন গঠনের উদ্দেশ্যে পরিচালিত হয়, এ ধরনের হিসাব ক্ষুদ্রব্যবসায়ী, স্বল্প ও স্থায়ী আয়ের লোকদের জন্য বিশেষ উপযোগী, এরূপ হিসাবের আমানতকারী যতবার খুশি টাকা জমা দিতে পারলেও কিছু বাধ্যবাধকতা থাকে টাকা উত্তোলনের জন্য।
উদ্দীপকে দেখা যায়, মি. চিন্ময় একই দিনে দুবার অর্থ উত্তোলনের জন্য চেক জমা দেন কিন্তু দ্বিতীয় চেকের ক্ষেত্রে ব্যাংক তার হিসাব থেকে অর্থ প্রদান করতে অপারগতা প্রকাশ করে।
এ থেকে বোঝা যায়, মি. চিন্ময়ের হিসাবটি সঞ্চয়ী হিসাব। কারণ, সাধারণভাবে এ ধরনের হিসাবগুলো থেকে সপ্তাহে দুবারের বেশি অর্থ উত্তোলন করা যায় না এবং উত্তোলন করতে চাইলে আগে নোটিশ দিতে হয়।
উত্তর: ঘ. ব্যবসায়ের সুনাম ও স্বাভাবিক লেনদেন বজায় রাখতে মি. চিন্ময়ের করণীয় হলো চলতি হিসাব খোলা ও পরিচালনা করা। যে হিসাবে ব্যাংক তার গ্রাহককে চাহিবামাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে, তাকে চলতি হিসাব বলে।
মি. চিন্ময় ২০ জুলাই, ২০১১ তারিখে দুবার অর্থ উত্তোলনের চেক দিলে হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংক দ্বিতীয়বারের চেকের টাকা দিতে অসম্মতি জানায়। হিসাবটি সঞ্চয়ী হওয়ার কারণে এ বিষয়টি ঘটে।
মি. চিন্ময় যদি চলতি হিসাব খোলেন, তাহলে দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলনের সুবিধা পাবেন।
অন্যদিকে, স্থায়ী হিসাবের অর্থ নির্দষ্টি সময়ের আগে উত্তোলন করা যায় না। তাই স্থায়ী, সঞ্চয়ী ও চলতি হিসাব পর্যালোচনা করে বলা যায় যে ব্যবসায়ের সুনাম ও স্বাভাবিক লেনদেন বজায় রাখতে মি. চিন্ময়ের চলতি হিসাব খোলা উচিত।
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা