ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২২. ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে?

ক. কাজের পরিধি খ. কাজ

গ. পরিকল্পনা ঘ. নির্দেশনা

২৩. প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?

ক. মানবসম্পদ খ. মূলধন

গ. ভূমি ঘ. যন্ত্রপাতি

২৪. পদোন্নতি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভূক্ত?

ক. সংগঠন খ. কর্মীসংস্থান

গ. নিয়ন্ত্রণ ঘ. নির্দেশনা

২৫. ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনার পূর্ববর্তী কাজ কোনটি?

ক. প্রেষণা খ. সংগঠন

গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়

অধ্যায় ২

১. ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়?

ক. বিকেন্দ্রীকরণ

খ. কেন্দ্রীকরণ

গ. নির্দেশনার ঐক্য

ঘ. আদেশের ঐক্য

২. হেনরি ফেয়ল শিল্পের কার্যাবলিকে মোট কতটি ভাগে ভাগ করেছেন?

ক. ৪টি খ. ৬টি

গ. ১৪টি ঘ. ১৬টি

৩. Industrial and General Administration গ্রন্থটি রচনা করেন কে?

ক. অলিভার শেল ডন

খ. রবার্ট হুয়েন

গ. এফ ডব্লিউ টেইলর

ঘ. হেনরি ফেয়ল

৪. ট্রেন অধীনতা পরিহার করা উচিত কোন নীতির আলোকে?

ক. নির্দেশনার ঐক্য

খ. কার্য বিভাজন

গ. আদেশের ঐক্য

ঘ. নিয়মানুবর্তিতা

৫. নিচের কোনটি হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনা নীতি বহির্ভূত?

ক. সততা খ. শ্রমবিভাগ

গ. সাম্য ঘ. একতা

৬. Principle of Scientific Management গ্রন্থটি রচনা করেন কে?

ক. এলটন মেয়ো

খ. এফ ডব্লিউ টেইল

গ. হেনরি ফেয়ল

ঘ. অ্যাডাম স্মিথ

সঠিক উত্তর

অধ্যায় ১: ২২.ঘ ২৩. ক ২৪. খ ২৫. গ

অধ্যায় ২: ১. খ ২.খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ