ভর্তিতে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণে ইউজিসির আহ্বান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আইনানুযায়ী ন্যায্য হারে কোটা সংরক্ষণ করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ বিষয়ে ইউজিসি দেশের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে বলে আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিবন্ধী শিক্ষার্থী তথ্য অধিকার বিধিমালা অনুসারে এ বিষয়ে তথ্য চেয়ে ইউজিসিতে আবেদন করেন। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আগে ইউজিসির চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন।

২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এর গেজেট প্রকাশিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ এবং প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের কথা বলা রয়েছে।