ভূগোল ও পরিবেশ বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩৮. বাংলাদেশের দারিদ্রে৵র কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবেন—

i. জলবায়ুর ii. ভূপ্রকৃতির

iii. শিক্ষার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যৌক্তিক কারণ হলো—

i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ

ii. নতুন নতুন আবিষ্কার

iii. চিন্তাধারার বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. যে ধরনের বিষয়বস্তু ভূগোলে আলোচিত হয়—

i. পরিবেশে মানুষের কর্মকাণ্ড

ii. অর্থনৈতিক মন্দার কারণ

iii. পরিবেশে মানুষের জীবনধারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলে আখ্যায়িত করেছেন কে?

ক. কার্ল রিটার খ. ম্যাকনি

গ. রিচার্ড হার্টশোন ঘ. ইরাটোসথেনিস

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ ৪১. ক


মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা