এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : ভূগোল ও পরিবেশের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?
ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে
খ. বহিঃক্রিয়ার মাধ্যমে
গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে
ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে
২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী?
ক. ফ্রান্স খ. গ্রিস
গ. ইংল্যান্ড ঘ. জার্মান
২৮. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’— উক্তিটি কে করেছেন?
ক. ই এ ম্যাকনি
খ. ড্যাডলি স্ট্যাম্প
গ. কার্ল রিটার
ঘ. রিচার্ড হার্টশোন
২৯. নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় নয়?
ক. সমুদ্রপথে যোগাযোগ
খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা
ঘ. আবহাওয়ার ধরন
৩০. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. পরিবেশ ঘ. সামাজিক
৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?
ক. সহজ করে খ. দুরূহ করে
গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে
৩২. মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশে—
ক. মানানসই হয় না
খ. নানা পরিবর্তন ঘটায়
গ. নতুন কিছু সৃষ্টি করে
ঘ. উন্নতি ঘটায়
৩৩. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় কীভাবে?
ক. প্রকৃতির জড় উপাদান নিয়ে
খ. প্রকৃতির জীব উপাদান নিয়ে
গ. জড় ও জীব উপাদান নিয়ে
ঘ. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে
৩৪. ভূগোলের সাথে পরিবেশ কীভাবে জড়িত?
ক. অঙ্গাঙ্গীভাবে খ. বিপরীতভাবে
গ. উল্টোভাবে ঘ. আলতোভাবে
৩৫. মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করছে—
i. পৃথিবীর জলবায়ু
ii. পৃথিবীর প্রাকৃতিক সম্পদ
iii. সৌরজগতের বাইরের ঘটনাপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যে উপাদান নিয়ে—
i. মাটি, পানি, বায়ু নিয়ে
ii. আলো, উদ্ভিদ, প্রাণী নিয়ে
iii. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় যেগুলো—
i. জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি
ii. সামাজিক জীবনের ওপর প্রভাব
iii. অর্থনৈতিক জীবনের ওপর প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ঘ
৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল