অধ্যায় ২
৬৫. ভূগোলের দুই বিপরীত স্থানকে পরস্পরের কী বলে?
ক. বিপরীত স্থান খ. সমস্থান
গ. প্রতিপাদ স্থান ঘ. উল্টোমুখী স্থান
৬৬. পৃথিবী কোন রেখার ওপর আবর্তন করে?
ক. মেরুরখা খ. নিরক্ষরেখা
গ. মূল মধ্যরেখা ঘ. মকরক্রান্তি রেখা
৬৭. পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে?
ক. বার্ষিক গতি খ. আহ্নিক গতি
গ. আবর্তন গতি ঘ. রৈখিক গতি
৬৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন
খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মি.
গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড
ঘ. ৩৬৫ দিন ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
৬৯. এক সৌরবছর কী?
ক. পৃথিবীর একবার আবর্তনের সময়কাল
খ. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণের সময়কাল
গ. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের সময়কাল
ঘ. সূর্যের পৃথিবীকে প্রদক্ষিণের সময়কাল
৭০. যে বছর ফেব্রুয়ারি মাসকে এক দিন বাড়িয়ে ২৯ দিন ধরা হয়, সে বছরকে কী বলা হয়?
ক. সান ইয়ার খ. স্টার ইয়ার
গ. লিপ ইয়ার ঘ. লং ইয়ার
৭১. কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ সেপ্টেম্বর খ. ২১ জুন
গ. ২১ মার্চ ঘ. ২২ ডিসেম্বর
৭২. নিচের কোন দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়?
ক. ২১ মার্চ খ. ২২ ডিসেম্বর
গ. ২১ জুন ঘ. ২৩ ডিসেম্বর
৭৩. সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়?
ক. ১৩ লাখ খ. ১৩ হাজার
গ. ১৫ লাখ ঘ. ১৫ কোটি
৭৪. পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৭৫. পৃথিবীতে ঋতু পরিবর্তনের কয়টি কারণ রয়েছে?
ক. ২ খ. ৪
গ. ৫ ঘ. ৬
৭৬. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. তিনটি খ. দুটি
গ. চারটি ঘ. ছয়টি
৭৭. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২১ জুন ঘ. ২২ সেপ্টেম্বর
৭৮. কবে সূর্যের উত্তরায়ণের শেষ দিন?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
৭৯. ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে?
ক. শীতকাল খ. গ্রীষ্মকাল
গ. শরৎকাল ঘ. বসন্তকাল
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬৫. গ ৬৬. ক ৬৭. ক ৬৮. খ ৬৯. খ ৭০. গ ৭১. ঘ ৭২. ক ৭৩. ক ৭৪. ক ৭৫. খ ৭৬. গ ৭৭. গ ৭৮. খ ৭৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল