মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২০ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২২ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২০ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২২ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ গেস্ট অব অনার ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের সদ্ব্যবহার তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। তাই এক মুহূর্তও নষ্ট না করে শুধু পড় আর পড়। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা কর যে, আমি অবশ্যই ভালো কিছু করতে পারব। তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে।’

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক, মানারাতের সাবেক উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, মো. এনামুল হক চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক এম উমার আলী প্রমুখ।

অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে যাচ্ছে।’

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন। এ ছাড়া কৌতুক পরিবেশন করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবদুল গণি।