এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়?

ক. Au খ. ZnS

গ. PbS ঘ. Ra

২. বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে?

ক. UV রশ্মি খ. X-ray

গ. অবলোহিত রশ্মি

ঘ. টেলিভিশন তরঙ্গ

৩. মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি?

ক. IR খ. UV

গ. MRI ঘ. NIR

৪. জালনোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে?

ক. UV রশ্মি খ. MRI

গ. NMR ঘ. DOT

৫. বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে?

ক. 2 খ. 3

গ. 4 ঘ. 5

৬. যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না; কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে কী রূপে পৃথক করবে?

ক. স্টিম পাতন খ. আংশিক পাতন

গ. পাতন ঘ. নিম্নচাপ পাতন

৭. দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা কম-বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতাবিশিষ্ট তরল থেকে কী রূপে পৃথক করা হয়?

ক. আংশিক পাতন

খ. দ্রাবক নিষ্কাশন

গ. আংশিক কেলাসন

ঘ. পাতন

৮. অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোনো মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব?

ক. দ্রাবক নিষ্কাশন

খ. আংশিক কেলাসন

গ. ক্রোমোটোগ্রাফি

ঘ. পাতন

৯. Na-এর শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালি সৃষ্টি হয়?

ক. 620nm খ. 590nm

গ. 570nm ঘ. 690nm

১০. রিডবার্গ ধ্রুবকের মান কত?

ক. 6.626৴10-34kJ.s

খ. 1.0967৴107m-1

গ. 3৴108m ঘ. 6.2৴1023

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল